E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে দুইশত ব্যালট পেপারের ২টি মুড়িবই উদ্ধার নিয়ে তোলপাড়!

২০১৬ এপ্রিল ০২ ২০:০৩:৪০
গৌরীপুরে দুইশত ব্যালট পেপারের ২টি মুড়িবই উদ্ধার নিয়ে তোলপাড়!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :দ্বিতীয় পর্যায়ের সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে রউজ বিদ্যানিকেতন ভোট কেন্দ্র থেকে শনিবার (২ এপ্রিল) সাদা কাগজের দুইশত ব্যালট পেপারের ২টি মুড়িবই পাওয়াকে কন্দ্রে করে এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনার খবর পেয়ে পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকরা মুর্হুতের মাঝেই ঘটনাস্থলে ছুটে আসে। নির্বাচনে অনিয়ম, ভোট জালিয়াতিসহ নানা অভিযোগের মুখরোচক গল্পও ছড়িয়ে পড়ে।

মুড়িবই উদ্ধারের জন্য ছুটে আসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশও হাজির হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (২ এপ্রিল) রউজ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের অফিস কক্ষে দুইশত ব্যালট পেপারের ২টি মুড়িবই পরিত্যক্ত অবস্থায় দেখতে পান প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল্লাহ। উৎসুক জনতাকে ব্যালট পেপারের মুড়িবই দেখতে না দেওয়ায় জনগণের কৌতুহল আরও বেড়ে যায়। নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছাও সাদা কাগজের ব্যালট পেপারের মুড়িবই পেয়ে কৌশলে ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীও ব্যারিকেট দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে নির্বাচন কর্মকর্তা বিক্ষুব্ধ মানুষকে উদ্ধারকরা ব্যালট পেপারের মুড়িবই দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছা জানান, নির্বাচনের মালামাল বস্তা করে নিয়ে আসার সময় ২টি মুড়িবই পড়ে যেতে পারে। গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী হয়েছে, তদন্ত চলছে।

(এসআইএম/এস/এপ্রিল০২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test