E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে নর্থ সাউথ পলিটেকনিকের নবীনবরণ

২০১৬ এপ্রিল ০২ ২৩:০৭:৫৬
বাগেরহাটে নর্থ সাউথ পলিটেকনিকের নবীনবরণ

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটে নর্থ সাউথ পলিটেকনিক ইন্সিটিউট খুলনার আয়োজনে নবীনবরণ, মেধা বৃত্তি, পুরস্কার বিতরনী, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি বলেছেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষায় সব্বোর্চ গুরুত্বারোপ করায় এবিষয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এজন্য এখন প্রতিবছর দেশে কারিগরী শিক্ষায় প্রশিক্ষিত হাজার-হাজার মানব সম্পদ তৈরী হচ্ছে। তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীতার পাশাপাশি বিদেশে সুনামের সাথে কাজ করে বৈদেশিক মূদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ আবদান রেখে চলেছে।




শনিবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান মিলনায়তনে নর্থ সাউথ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নর্থ সাউথ পলিটেকনিক ইন্সটিটিউট এর চেয়ারম্যান ইঞ্জিঃ মো. সিরাজুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মো. শাহ আলম টুকু, নর্থ সাউথ পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ইঞ্জিঃ মো. বখতিয়ার রহমান শেখ, সরকারি পিসি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ.এইচ.এম.এ ছালেক, বাগেরহাট সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. এস,এম রফিকুল ইসলাম শামীম। মেধাবি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে রাতে শিল্পী শামীম হাসানসহ আন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


(এসএকে/এস/এপ্রিল০২,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test