E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় পরিবারের ৮ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের সময় গণ-ধোলাই

২০১৬ এপ্রিল ০৩ ১৮:০১:৩২
মাগুরায় পরিবারের ৮ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের সময় গণ-ধোলাই

মাগুরা প্রতিনিধি :মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে শানিবার রাতে একই পরিবারের ৮ সদস্যকে অচেতন করে নগদ অর্থ ও মুল্যবান মালামাল নিয়ে পালানোর সময় গণ-ধোলাইয়ের শিকার হয়েছে অজ্ঞান পার্টির দুই সদস্য। অসুস্থ অবস্থায় পরিবারের ৮জন ও  অজ্ঞান পার্টির আহত ২ জনসহ ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই নাসির হোসেন জানান, ধর্ম আত্মীয়তার সূত্র ধরে পাবনা জেলার সাথীয়া উপজেলার রবিউল ইসলাম ও গোপালগঞ্জের দ্বীন মহম্মদ নামে দুই ব্যক্তি শনিবার মাগুরা সদরের বারাশিয়া গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। হাবিবুরের পরিবারের সদস্যদের জন্য রাখা রাতের খাবারের সাথে তারা কৌশলে চেতনা নাশক ওষুধ মিয়ে দেয়। ওই খাবার খেয়ে হাবিবুর রহমান, তার বৃদ্ধা মা সাজেদা খাতুন, স্ত্রী সেলিনা পারভীন, ভাগ্নি যমুনা পারভীন, কন্যা রজনী, রাফেজা, সানু ও চায়না অচেতন হয়ে পড়ে । এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালানের সময়একই বাড়িতে থাকা হাবিবুরের ভাই সিন্দবাদ বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটকে চিৎকার দেয়। এ সময় গ্রামবাসী ছুটে এসে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গণ-ধোলাই দেয়। পরে ওই পরিবারের অচেতন ৮ সদস্যসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে।

হাবিবুর রহমানের ভাগ্নি যমুনা পারভীন জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে ওই দুই প্রতারক নিজেদের কন্ঠশিল্পী ও ব্যবসায়ী পরিচয় দিয়ে তার মামির সাথে কথা বলতো। গত ঈদেও তারা তার মামার বাড়িতে বেড়াতে আসে। এ সময় তারা খুব অমায়িক ব্যবহার করে। শনিবার তারা মামার বাড়িতে বেড়াতে আসে। এ সময় তারা সঙ্গে করে কোকাকোলা নিয়ে আসে। সবার আগে মামা হাবিবুর রহমানকে তারা কৌশলে কোকাকোলা খাইয়ে দেয়। পরে তাদের খাবারের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিলে তারা অজ্ঞান হয়ে যান। এ ব্যাপারে মাগুরা সদর থনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


(ডিসি/এস/এপ্রিল০৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test