E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাকাতের গুলিতে গাজীপুরে মুক্তিযোদ্ধা নিহত

২০১৬ এপ্রিল ০৪ ১০:২৬:৪৬
ডাকাতের গুলিতে গাজীপুরে মুক্তিযোদ্ধা নিহত

গাজীপুর প্রতিনিধি :গাজীপুর মহানগরীতে ডাকাতের গুলিতে পরশ চন্দ্র ঘোষ (৬৫) নামে  এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তাঁর নিহতের ভাই ও দুই ভাইপো। গতকাল রবিবার গভীর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার কাথোরা মৈশানবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত পরশ চন্দ্র ঘোষ (৬৫) স্থানীয় যোগেশ চন্দ্র ঘোষের ছেলে। সালনা বাজারে তিনি কাপড়ের ব্যবসা করতেন।

আহতরা হলেন নিহতের ছোট ভাই নরেশ চন্দ্র ঘোষ (৫৮), ভাইপো বিধান কৃষ্ণ ঘোষ এবং মৃনাল চন্দ্র ঘোষ। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই একই বাজারের ব্যবসায়ী আশুতোষ ঘোষ জানান, রাত ২টার দিকে একদল মুখোশপরা ডাকাত নিহতের ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের চিফ ইলেকট্রিশিয়ান নরেশ চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির গেইটের তালা ভেঙে ও কেটে ঘরের ভেতর প্রবেশ করে। পরে নরেশ ও তার দুই ছেলে বিধান ও মৃনালকে মারধর ও কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে। এ সময় পাশের মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতদল হানা দেয়। তারা পরেশের কাছে আলমারীর চাবি ও ১০ লাখ টাকা কোথায় রাখা হয়েছে জানতে চাইলে পরেশের ছেলে গৌতম ঘোষ পলাশ তা জানাতে অস্বীকৃতি জানান। এতে ডাকাতদল তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে পলাশ তাদেরকে চিনে ফেলায় ডাকাতদলটি বাবা ও ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুক্তিযোদ্ধা পরেশ।

আশুতোষ আরো জানান, ডাকাতদল তার মাথায়ও পিস্তল ঠেকিয়ে রাখে এবং তার মায়ের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। ডাকাতদল চলে গেলে আশুতোষ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কী পরিমান মালামাল লুট হয়েছে, তা জানাতে পারেননি আশুতোষ।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস জানান, ডাকাতি ও গুলিতে গৃহকর্তা নিহতের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
(ওএস/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test