E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে নববধূকে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদণ্ড

২০১৬ এপ্রিল ০৫ ১৬:২০:৩৮
গাজীপুরে নববধূকে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি : নববধূকে হত্যার দায়ে ঘাতক স্বামী মো. কাওছার হোসেনকে (৩০) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ, কে, এম এনামুল হক এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কাওসার বরিশালের বাকেগঞ্জ থানার বাদলপাড়া গ্রামে মো: আছমত আলী শিকদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, কাওসার ২০১১ সালের ২৯ আগষ্ট জামালপুরের ইসলামপুরের বেনুয়ারচর গ্রামের নাদু মিয়ার মেয়ে নারজিনাকে বিয়ে করে। সে স্ত্রীকে নিয়ে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার মো: রাজু মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকুরি করতো। বিয়ের পর থেকেই সে স্ত্রীকে মারধর ও নির্যাতন করতো। ২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে কাউসার নারজিনকে মারধর করে। অন্য ভাড়াটেরা উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী স্বামী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের বড় বোন মুন্নি আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আশরাফুজ্জামান তদন্ত শেষে ২০১২ সালের ২৭ মে কাওছারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করেন আদালত। ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানী শেষে মঙ্গলবার দুপুরে বিচারক ওই রায় প্রদান করেন।

উচ্চ আদালত থেকে জামিন লাভ করে পলাতক থাকায় কাওছারের অনুপস্থিতে রায় ঘোষণা করা হয়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহামদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।

(এসএএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test