E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সেতু

২০১৬ এপ্রিল ০৫ ১৭:৫৪:২৬
দুর্গাপুরে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সেতু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে সোহাগীপুর (বিল কাকরাকান্দা) পর্যন্ত ৯ কিঃমিঃ রাস্তার মাঝে কাটুয়াকুড়ি বিলে ১২০ ফুট দৈঘ্য ‘বঙ্গবন্ধু সেতু’। আর কালিয়াপুটি বিলে ৮৫ ফুট দৈঘ্য ‘শেখ হাসিনা সেতু। এই দুই সেতুর নির্মাণ কাজ কুল্লাগড়া ইউনিয়নের বর্তমান ইউ,পি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান এর ব্যক্তি উদ্যোগে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ পর্যায়ে।

এ কাজ শুরুর সময় সেপ্টেম্বর ২০১৪ এর শেষের দিকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাবিবের পিতা কৃষক আব্দুল করিম।

নির্বাচনী ওয়াদার ফলশ্রুতিতে কৃষক আব্দুল করিম বলেন, বিগত ৪৫ বছরে আমাদের বিল এলাকায় কোন জনপ্রতিনিধি উন্নয়ন কাজ করেনি। আমার ছেলে নিজের জমিজমা বিক্রি করে বিল এলাকার ১০ হাজার মানুষের সুবিধার্থে ‘বঙ্গবন্ধু সেতু ও শেখ হাসিনা সেতু’ নির্মান কাজ করায় পিতা হিসেবে আমি গর্বিত।

ইউ,পি সদস্য হাবিবুর রহমান বলেন ৩১ মার্চ ২০১৬ ইং তারিখে সেতু দুটোর কাজ শেষ করছি। আমর জীবনের সমস্ত আয় দিয়ে এবং পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দিন রাত খেটে আমি বঙ্গবন্ধু পাগল একজন মানুষ জাতির জনকের স্বপ্ন সোনার বাংলায় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে আমি এ কাজে করেছি।

এ সেতু ২টি সম্পন্ন হওয়ায় ৬টি গ্রামের ১০ হাজার মানুষ সুবিধা ভোগ করবে। তাদের উৎপাদিত ফসল, শাক সবজি যথাসময়ে বাজারে বিক্রি করতে পারবে ,জীবন যাত্রা সচল হবে, শিশুরা পড়াশুনার জন্য সহজেই স্কুলে যাতায়াত করতে পারবে, অসুস্থ মানুষ সহজেই ডাক্তারের স্মরনাপন্ন হতে পারবে, বিশেষ করে গর্ভবতী মায়েদের সেবা বাড়বে, মানুষ আমাকে দোয়া করবে।

সোমবার এ নির্মাণ কাজ পরিদর্শনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হলে এ ব্রীজ এবং রাস্তার উপকারভোগীদের মাঝে রিয়াজুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, শিক্ষিকা মাজেদা বেগম, মাওলানা মো. হাবিবুর রহমান, মো. উসমান গনি, হাসেম মেম্বার, রফিজ বেগ, মুখলেছুর রহমান, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, মো. দুলাল মিয়া, আবদুর রশিদ, আবু হানিফা, মিজানুর রহমান সহ আরো অনেক গ্রামবাসী সাংবাদিকদের বলেন স্বাধীনতার ৪৫ বছরেও এমন উদ্যোগ কেহ নেয় নি, সরকারী ভাবেও বিল এলাকা বলে কোন উদ্যোগ নেওয়া হয় নি, এ এলাকার জনগন একমাত্র যোগযোগের কারনে অনেক পিছিয়ে আছে। যা বাস্তবে না গেলে বোঝার কোন উপায় নেই। স্থানীয়রা বলেন এ রকম হাবিবুর বাংলার প্রতিটি গ্রামে সৃষ্টি হউক, বঙ্গবন্ধুর স্বপ্নের সত্যিকারের সোনার বাংলা বাস্তবায়িত হউক।

হাবিবের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু দুটো উদ্বোধন করবেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনিক যোগাযোগ করার চেষ্টা করছেন বলে তিনি জানান।

(এনএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test