E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাট ধারা আদর্শ ডিগ্রি কলেজের রাস্তার সংস্কার কাজ শুরু

২০১৬ এপ্রিল ০৭ ১৬:২৯:১২
হালুয়াঘাট ধারা আদর্শ ডিগ্রি কলেজের রাস্তার সংস্কার কাজ শুরু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হালুয়াঘাট ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকোশলীর ঐকান্তিক প্রচেষ্টা ও সদিচ্ছায় তৎকালীন ঠিকাদারী প্রতিষ্ঠান শাহারিয়ার এন্টারপ্রাইজ এর মাধ্যমে পুনঃ সংস্কার কাজটি করা হচ্ছে।

সরেজমিনে জানা যায়, বিগত ১৯৯৫ইং সনে হালুয়াঘাটের মাটি ও মানুষের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এমদাদুল হক মুকুল কলেজটি প্রতিষ্ঠা করেন। সৃষ্টিলগ্ন থেকে নদীর তীরঘেষা এই রাস্তাটি যাতায়তের একমাত্র অবলম্বন হিসেবে পরিচিত রয়েছে। কিছুদিন পূর্বে বন্যা নিয়ন্ত্রণ বাধঁসহ রাস্তাটির কাজ সমাপ্ত হয়েছিল এবং উদ্বোধনের অপেক্ষায় ছিল। কিন্তু হঠাৎ বন্যা নিয়ন্ত্রণ বাধঁসহ রাস্তাটি ধসে পড়ায় কলেজ অধ্যক্ষ,শিক্ষক/শিক্ষার্থী সহ স্থানীয়দের পুনঃ সংস্কারের দাবি উঠে।

প্রকল্পটির কাজ বাস্তবায়নের এক বৎসর পর সমস্ত বিল উত্তোলনের কথা ছিল ঠিকাদারী প্রতিষ্ঠানের কিন্তু উদ্বোধনের আগেই রাস্তাটি ধসে যাওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল আটকে যায় এবং বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন উধ্বর্তন কর্তৃপক্ষ সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে পুনঃ সংস্কার কাজ করার জন্য কথা বলেন। দ্রুত সংস্কার কাজ সমাপ্ত করে আটকে যাওয়া বকেয়া বিল উত্তোলনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। ইতিমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাধসহ রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন জানায়, প্রাকৃতিক সমস্যা ও ওয়ার্টার লেবেল একপাশে আপ ও অপর পাশে ডাউন থাকায় রাস্তাটির এ অবস্থা সৃষ্টি হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে পুনরায় সংস্কার কাজটি সম্প্রতি শুরু করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে কাজটি সমাপ্ত করা হবে বলে আশ্বস্ত করেন এবং সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাস্তাটির সংস্কার কাজ করতে আপনাদের গুরুত্বও অপরিসাীম। সংবাদ প্রকাশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সকলের দৃষ্টি আকর্ষণ করায় দ্রুত সংস্কার কাজটি বাস্তবায়ন হচ্ছে।

স্থানীয়দের দাবি গুরুত্ব সহকারে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করে সর্ব সাধারণের যাতায়াতের উপযোগী করে তোলার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন পাশাপাশি উদ্বোধনের আগেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ রাস্তাটি যাতে আগের মত ধাবিত না হয় সে ব্যপারে সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

(জেসিএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test