E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরীপুরে বিএনপির বিদ্রোহী দু’কুশপুত্তলিকা দাহ করেছে দলীয় নেতাকর্মীরা

২০১৪ জুন ০৪ ১৬:২৭:৩৬
গৌরীপুরে বিএনপির বিদ্রোহী দু’কুশপুত্তলিকা দাহ করেছে দলীয় নেতাকর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার দুপুরে বিএনপি থেকে বহিষ্কৃত দু’নেতা সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন খানের কুশপুত্তলিকা দাহ করেছে দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মকবুল হোসেন খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মঙ্গলবার তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। এসময় ওই দু’নেতা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব রুহুল কবির রেজভী আহম্মদ এর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে তারা রুহুল কবির রেজভী আহম্মদ এর সাথে অসদাচারণের চেষ্ঠা করেন।

এসময় দলীয় কার্যালয়ে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাদের গলাধাক্কা দিয়ে বের করে দেন। এঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। দলের যুগ্নমহাসচিবের সাথে অসাদারচরণের খবর গৌরীপুরে পৌঁছলে বিক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদেই বুধবার দুপুরে তারা শহরের মধ্যবাজার এলাকায় বিক্ষোভ শেষে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মকবুল হোসেন খানের কুশপুত্তলিকা দাহ করে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. কোয়াসিম উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মোতালিব, আবু হানিফ, বাবলু মিয়া, যুবদল নেতা মো. নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান পলাশ, সায়মন, উজ্জল, মারফত, সাবেক জেলা ছাত্রদলের
সিনিয়র সহসভাপতি ও জেলা স্বেচ্চসেবক দলের নেতা মো. আলী আকবর আনিছ, জাহাঙ্গীর, সুমন, জাকারিয়া, ছাত্রদল নেতা মো. হুমায়ুন, পাপ্পু, সুহেল, জাহাঙ্গীর আলম,মশিউর প্রমুখ।

উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনের মবকুল হোসেন খান বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। আর উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ওই বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেন। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই সময় রুহুল কবির রেজভী আহম্মদ তাদের দল থেকে বহিষ্কার করেন। ওই নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আহম্মদ তায়েবুর রহমান হিরণ বিপুল ভোটে তখন চেয়ারম্যান নির্বাচিত হন।

(এসইএস/এটিআর/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test