E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢালাইয়ের কাজে রডের বদলে বাঁশ!

২০১৬ এপ্রিল ০৯ ১৬:১৬:০৬
ঢালাইয়ের কাজে রডের বদলে বাঁশ!

গাইবান্ধা প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে রডের বদলে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে বাঁশের কঞ্চি। এই দৃশ্য চোখে পড়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে।

এলাকাবাসী জানায়, গত বছরের সেপ্টেম্বরে গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশলের আওতায় ৮ লাখ ৫০হাজার টাকা ব্যয়ে ছাত্রছাত্রীদের জন্য ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঠিকাদার আব্দুল খালেক ওই নির্মাণ কাজের দায়িত্ব পান।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার রাতের অন্ধকার ছাড়া ঢালাইয়ের কাজ করতেন না। নিয়মনীতি অনুসরণ না করে রাতের অন্ধকারে তারা রডের বদলে ঢালাই কাজে বাশের কঞ্চি ব্যবহার করেন। এমনকি ঠিকাদার স্কুল কতৃপক্ষের নিকট একটি ক্লাস রুম খুলে নিয়েছিল মিস্ত্রিদের থাকার জন্য। সেই রুমে ছাত্রছাত্রীদের ব্যবহৃত বেঞ্চ ভেঙ্গে তার পুরাতন লোহার ফ্রেম টিও ঢালাইয়ের কাজে লাগিয়েছেন।

শুক্রবার বেলা ৩টার দিকে আবর্জনা দিয়ে ওই ওয়াশ ব্লকের মেঝে ঢালাই করার সময় বিষয়টি ধরা পড়লে ঠিকাদারের লোকজন পালিয়ে যায়।

তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

(আরএ/এএস/এপ্রিল ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test