E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঁশখালীর আন্দোলন ১৫ দিন স্থগিত

২০১৬ এপ্রিল ১০ ১০:২৩:৪৮
বাঁশখালীর আন্দোলন ১৫ দিন স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি : পুলিশ ও সরকারের অনুরোধে বাঁশখালীর আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান স্থানীয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির নেতারা। কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সাতকানীয়া সার্কেলের এ এসপি কামরুল হাসান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ কবির লিটনের সঙ্গে বৈঠক হয় ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’র।

এ এস পি কামরুল হাসান বৈঠক প্রসঙ্গে বলেন প্রকল্প এলাকায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হবে। তারা যদি বলে এই বিদ্যুৎ প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকর হবে তাহলে তা সরিয়ে নেয়া হবে। আর এই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ‘বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটি’।’

কমিটির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test