E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে মুখে কালো কাপড় বেঁধে প্রকাশক ও বিক্রেতাদের প্রতিবাদ

২০১৬ এপ্রিল ১০ ১৬:০৭:০৩
লক্ষ্মীপুরে মুখে কালো কাপড় বেঁধে প্রকাশক ও বিক্রেতাদের প্রতিবাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে লক্ষ্মীপুরে মুখে কালো কাপড় বেঁধে নিরব প্রতিবাদ করেছেন পুস্তক প্রকাশ ও বিক্রেতারা। রবিবার দুপুরে লক্ষ্মীপুর শহীদ মিনারে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লক্ষ্মীপুর জেলা শাখা এ আয়োজন করে। এতে জেলার রামগতি কমলনগর রায়পুর রামগঞ্জ ও সদর  উপজেলার সমিতরি নেতৃবৃন্দ ও বিক্রেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, সহায়ক গ্রন্থ প্রকাশ বন্ধ করা হলে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ছাপাখানা, বাঁধাই কারখানা, পুস্তক বিক্রেতা ও প্রকাশকগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। এমনকি প্রকাশনা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ২৫ লাখের বেশি লোক বেকার হয়ে পড়বে।

(এমআরএস/এএস/এপ্রিল ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test