E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষবরণে সাজবে নড়াইল, ৫ দিনব্যাপী কর্মসূচি

২০১৬ এপ্রিল ১০ ১৬:২৪:২২
বর্ষবরণে সাজবে নড়াইল, ৫ দিনব্যাপী কর্মসূচি

নড়াইল প্রতিনিধি : ক’দিন পরেই পহেলা বৈশাখ। নড়াইলে নতুন বছরকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসনের পাশাপাশি বর্ষবরণ উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে ৫ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

বর্ষবরণকে আরো প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চলছে পাঁচ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা, আলোচনাসভা. সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা অবৃত্তি, নৃত্য, নাটক।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ধোয়ামোছার কাজ, নতুন রঙে সাজিয়ে নেয়ার পাশাপাশি বাংলা নববর্ষের লেনদেনের হিসাবের খাতা নিয়ে ব্যস্তসময় পার করছেন ব্যবসায়ীরা। নিচ্ছেন পুরাতন বছরের হিসাব মিটিয়ে নতুন বছরের হিসাব খোলার প্রস্তুুতি।

জানাগেছে, আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে নতুন বঙ্গাব্দ ১৪২৩। এদিন থেকে শুরু হবে বাংলা পহেলা বৈশাখ মাস। এরই মধ্যে প্রাকৃতিক পরিবেশেও পরিবর্তন এসেছে বেশ। কয়েকদিন ধরে সকালটা রোদে ভরা থাকলেও দুপুর পেরিয়ে যেতেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। কোনো কোনো দিন বিকেলে হয়ত হালকা বৃষ্টিসহ ঝড়োবৃষ্টি। আবার কখনো চৈত্রের গরমের দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। নড়াইল শহরের সুলতান মঞ্চ এলাকায় গিয়ে দেখা যায় কয়েকজন তরুণ বাঁশ চিঁড়ে চটা তৈরি করে একটা কাঠামো বানানোর কাজ করছেন। তাদের প্রত্যেকের শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল। তবে তারা কারো দিকে খেয়াল না করে নিজমনে কাজ করে চলেছেন। আর এ কাজে সহযোগিতা করছেন অন্যরা। পাশের রুমে চলছে রং তুলির আঁচড়ে মাটির হাড়ি, কলসে নকশা আঁকার কাজ। অন্যপাশে কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে বর্ষ বরণের টোপর। সবাই ব্যস্ত সময় পার করছেন নিজ নিজ দায়িত্ব পালনে।

নড়াইল গ্রেভ শিল্পগোষ্ঠীর পরিচালক দিলিপ কুমার রাহা বলেন, বর্ষবরণ বাঙালী জাতীয় জীবনে একটি স্মরনীয় দিন। দিনটিকে আরো বেশি স্মরনীয় করতে নড়াইলে পাঁচদিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। এখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে নাচ, গানসহ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

নড়াইল মূর্ছনা সংঙ্গীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু বলেন, জঙ্গীবাদ-মৌলবাদকে রুখেদিয়ে আমাদের নতুন বছরকে বরন করে নিতে হবে। আমাদের আদি সাংস্কৃতি যেন কোন মৌলবাদের থাবায় বিনষ্ট না হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, আশা করছি সরকারের সার্বিক সহযোগিতায় নড়াইলে শান্তিপূর্ণভাবে বর্ষ বরণের পাঁচ দিনের উৎসব সম্পন্ন হবে।
নড়াইল বর্ষবরণ উদ্যাপন পর্ষদের সদস্য সচিব মলয় কুমার কুন্ডু বলেন, জেলার ২৫ টি সাংস্কৃতিক সংগঠন পাঁচদিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহন করবে। বিভিন্ন সংগঠনের কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা অবৃত্তি, নৃত্ত, নাটক ইত্যাদি। পাঁচদিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানস্থলে লাগানো হবে সিসিটিভি জেলায় বিশেষ নিরাপত্তমুলক ব্যবস্থা নেয়া হয়েছে।

(টিএআর/এএস/এপ্রিল ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test