E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে রানার অটোমোবাইলস সার্ভিসের ‘মেগা সার্ভিস ক্যাম্প’ উদ্বোধন

২০১৬ এপ্রিল ১১ ১৬:৩৫:৪১
গৌরীপুরে রানার অটোমোবাইলস সার্ভিসের ‘মেগা সার্ভিস ক্যাম্প’ উদ্বোধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী শহীদ হারুণ পার্কে রানার অটোমোবাইলস সার্ভিসের আয়োজনে ৩দিনব্যাপী ‘মেগা সার্ভিস ক্যাম্প’ সোমবার উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশের মাটিতে তৈরি রানার অটোমোবাইলস্ দেশের জন্য গর্ব। দেশে শিল্প-বাণিজ্য সম্প্রসারণ হলে বেকারত্ব দূর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্য সংগঠনের সভাপতি মো. ইউসুফ আলী, রানার অটোমোবাইলস সার্ভিসের পরিচালক আলহাজ্ব আনিসুর রহমান, হেড অব সার্ভিস এসএম মাহমুদুর রহমান, জোনাল হেড মারুফ হোসেন, ডেপুটি ম্যানেজার (সার্ভিস) সাকিবুর রহমান, সহকারী ব্যবস্থাপক (কাস্টমার সার্ভিস) মো. খায়রুল আলম, গৌরীপুর উসমান মটর্সের মো. সামছুল হক, খান মটরর্সের আইয়ুব খান, হক মটরর্সের এহসানুল হক, ময়মনসিংহ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আদিলুজ্জামান আদিল, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন প্রমুখ।

ক্যাম্প ইনচার্জ জানান, ক্যাম্পে থাকচ্ছে ১৪টি সেবামুলক কার্যক্রম। এগুলোর মধ্যে রয়েছে মোটর সাইকেল পারফরমেন্স পরীক্ষা, মোটর সাইকেল ইমিশন পরীক্ষা, কোম্পানির নিজস্ব অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস প্রদান, জেনুইন স্পেয়ার পার্টসে ১০% মূল্যহ্রাস, ইঞ্জিন অয়েলে ৫% মূল্যহ্রাস, থাকচ্ছে না লেবার সার্ভিস চার্জ, ফ্রি মোটরসাইকেল ওয়াশিং এর ব্যবস্থা, ফ্রি হেলথ্ চেকআপ (ব্লাড সুগার, বিপি, চক্ষু, ব্লাড গ্রুপ), শিশুদের খেলার স্থান, মোটর সাইকেল মেইন্ট্যানেস টিপস, সেফ রাইডিং টিপস্, মোটর সাইকেল ও জেনুইন স্পেয়ার পার্টস প্রদর্শনী, পুরাতন মোটর সাইকেলের পরিবর্তে রানারের নতুন মোটর সাইকেল নেওয়ার সুযোগ।

(এসআইএম/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test