E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে শিক্ষকের বেত্রাঘাতে ৩ শিক্ষার্থী আহত

২০১৬ এপ্রিল ১৩ ১৫:০৯:০৩
হালুয়াঘাটে শিক্ষকের বেত্রাঘাতে ৩ শিক্ষার্থী আহত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ধারা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর তিন শিক্ষার্থী শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছে। জানা যায়, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মোঃ নাসির উদ্দিন এর বেত্রাঘাতে প্রাীতি (১২), নিঝুম (১১) ও মীম (১২) আহত হয়েছে।

পিটি শিক্ষায় অংশ গ্রহণের সময় তাদের এলোপাতাড়ি ছুটোছুটির কারণে রাগান্বিত হয়ে বেদম প্রহার করেন এই শিক্ষক। বর্তমানে ৩ শিক্ষার্থী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

এ ঘটনায় ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুজ্জামান রাশেদ উত্তরাধিকার ৭১ নিউজ কে জানায়, ধারা উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে অত্র হাসপাতালে ভর্তি রয়েছেন। শিক্ষকের বেত্রঘাতে লালফুলা জখম সহ একজন শিক্ষার্থীর রক্তপাত ঘটে। শিক্ষকের বিষয়টি আহত ছাত্রীরা জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিন বলেন, পিটি ক্লাশ করার সময় উক্ত ছাত্রীরা এদিক-সেদিক ছোটাছুটি করছিল তখন রাগান্বিত হয়ে বেত দিয়ে তিন জন শিক্ষার্থীকে শাসন করেছিলেন তিনি। কিন্তু বিষয়টি তাহার অপরাধ হয়েছে বলে স্বীকার করেন। আহত শিক্ষার্থীগণ হাসপাতালে ভর্তির হওয়ার বিষয়ে কিছুই জানেন না এবং পরবর্তীতে এমন ভুল করবেনা বলে তিনি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মাহ্বুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অভিভাবক সহ অভিযুক্ত শিক্ষক কে নিয়ে আগামী দিন দরবারে বসবেন এবং মিমাংসা করবেন বলে আশ্বস্ত করেন। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাদেকুর রহমান এর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাছান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতিমধ্যে বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হেলালুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই প্রকৃত পক্ষে এমন ঘটনা নিন্দনীয় কাজ। শিক্ষা অফিসার-এর মাধ্যমে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। স্থানীয় এলাকাবাসী, ম্যানেজিং কমিটির একাধিক সদস্য ও অভিভাবকগণ উক্ত ঘটনায় জড়িত সহকারী শিক্ষক (শরীরচর্চা) মোঃ নাসির উদ্দিন এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(জেএইচজি/এএস/এপ্রিল ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test