E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

২০১৬ এপ্রিল ১৫ ১৭:০৭:১৮
গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন, বাংলা মঞ্চ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি, সাবেক এমপি রওশন আরা নজরুল, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদিকুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ফকির, অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহাজাদী প্রমুখ। উপজেলা প্রশাসনের র‌্যালিতে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

বাংলা মঞ্চের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি। বাংলা মঞ্চের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা মঞ্চের বর্ষবরণ প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কবি হান্নান কল্লোল, বাংলা মঞ্চের সদস্য সচিব এইচ এম খায়রুল বাশার, যুগ্ম আহ্বায়ক ইমন সরকার রূপম, আবদুল্লাহ আল মামুন, নাজিম উদ্দিন রাতুল, মাহমুদুল হাসান রকি প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ করে অনসাম্বল থিয়েটার। এছাড়া গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে জমিদার ডিকে লাহিড়ীর বাড়ি থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন লেখক প্রাবন্ধিক রণজিৎ কর। শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর কলেজ মাঠে (বৈশাখী মঞ্চে) শ্যামগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ৩দিন ব্যাপী বৈশাখী মেলায় পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বেতার ও টেলিভিশনের জনপ্রিয় শিল্পীবৃন্দ।

(এসআইএম/এএস/এপ্রিল ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test