E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে পান্তা-ইলিশ খেয়ে অর্ধশত অসুস্থ

২০১৬ এপ্রিল ১৫ ১৭:৩৯:৫৭
বাগেরহাটে পান্তা-ইলিশ খেয়ে অর্ধশত অসুস্থ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রধানমন্ত্রীর আহবান উপক্ষো করে বর্ষ বরণের উৎসবে পান্তা-ইলিশ খেয়ে চেয়ারম্যান, ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অর্ধশত অসুস্থ হয়েছেন। এরমধ্যে গুরুতর অসুস্থ ২৩ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে। বাকিরা লোক-লজ্জায় বাড়ীতে বসে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় লেডিস ক্লাবে পান্তা- ইলিশ খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তি অসুস্থরা জানান, বাংলা বর্ষ বরণের র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে লেডিস ক্লাবে পান্তা ইলিশসহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে বাড়িতে ফিরে যান। পরে পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ক্রমান্বয়ে অসুস্থতার মাত্রা বাড়তে থাকে। পরে তারা এক-এক করে হাসপাতালে এসে ভর্তি হন।

উপজেলা প্রশাসনের এই পান্তা-ইলিশের আয়োজনের আরো ছিলো, ডাল, আলু ভর্তা, চিংড়ি ভর্তা, বেগুন ভাজা। কচুয়া উপজেলা হাসপাতাওেল ভর্তি অন্যান্যের মধ্যে হলেন, কচুয়া ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস, শিক্ষিকা শিরিনা আক্তার, সাংবদিক দিহিদার জাহিদুল ইসলাম বুলু, শিক্ষক শরিফুল ইসলাম, তামিম শিকদার, আরিফুল ইসলাম, কমল, দেলোয়ার হোসেন, আল আমিন, শহিদুল ইসলাম, অধ্যাপক বনি আমিন, শাহিনুর আক্তার, বর্নালী, ইশিকা, নুপুর, মিনারা, জবেদা বেগম, ফাহমিদা আক্তার, মিম আক্তার, মর্জিনা আক্তার, শামিমা খানম, কাওছার আলী, শৈকত হোসেন, সাংবদিক খোন্দকার নিয়াজ ইকবাল।

কচুয়া উপজেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবা সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৩জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে তাদের সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে প্রাণী ও পশুসম্পদ কর্মকর্তা ডাক্তার দেবেন্দ্রনাথ সরকারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তাপস কুমার দাস ও কৃষি কর্মকর্ত স্বাস্বতি এদাবর।

কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। এদিকে প্রধানমন্ত্রীর ইলিশ বর্জনের আহবান উপেক্ষা করে বর্ষ বরনের উৎসবে পান্তার সাথে ইলিশ যুক্ত হওয়ায় অনেকেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা পান্তা উৎসবে ইলিশ যুক্ত হওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান। কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজলো মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার সাংবাদিকদের বলেন, নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে বর্ষবরণ উৎসবে যোগ দিলেও প্রধানমন্ত্রীর ঘোষনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পান্তার সাথে ইলিশ বর্জন করেছি।

(একে/এএস/এপ্রিল ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test