E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে পুলিশ সুপারের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন

২০১৬ এপ্রিল ১৮ ১৪:৪০:৪৯
হালুয়াঘাটে পুলিশ সুপারের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : নিরাপত্তা’র চাঁদরে ঢেকে গেছে হালুয়াঘাট থানা। ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক এর উদ্যোগে সম্প্রতি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জানা যায়, গত ১০ নভেম্বর ২০১৩ খ্রি. তারিখে হালুয়াঘাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন, এম.পি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক।

দীর্ঘ প্রতীক্ষার পর থানার নিরাপত্তা ও অফিসারদের উপর কড়া নজরদারি, কাজের স্বচ্ছতা বৃদ্ধি, দালালদের দৌরাত্ম নিমূল করতে ০৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ১৮ জানুয়ারি/২০১৬ খ্রি. তারিখে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ এম.এ হক যোগদানের পর সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় স্থানীয় এলাকাবাসী অফিসার ইনচার্জকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। যোগদানের পর থেকে প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নতির লক্ষ্যে অফিস কার্যালয়ে অফিসারদের নিয়ে মত বিনিময় সভা সহ নানাবিধ পরামর্শ প্রদান করেন।

পুলিশের সেবা চাওয়া ব্যক্তিদের সঠিকভাবে সেবা প্রদান করার জন্য অফিসারদের নিদের্শ প্রদান সহ সিসি ক্যামেরায় সার্বক্ষণিক সু-দৃষ্টি রাখেন তিনি। চোরা কারবারি, ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিনিয়ত রাত ১২: ০০ টার পর থেকে সঙ্গীয় ফোর্স সহ ব্যক্তিগত ভাবে নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিকল্পে প্রতিনিয়ত বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেন তিনি। এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ এম.এ. হক জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক এর উদ্যোগে অত্র থানায় সম্প্রতি ০৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের কাজের স্বচ্ছতা ও সার্বিক নিরাপত্তা’র লক্ষ্যে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাহার ব্যক্তিগত উদ্যোগে থানার নেইমপ্লেট ও মূল ফটকে বাতি স্থাপন করা হয়েছে।

(জেসিজি/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test