E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে স্লুইস গেটের  দু’ডালা অকেজো, ফসল তলিয়ে যাওয়ার আশংকা

২০১৬ এপ্রিল ১৮ ১৬:১৭:১৬
মদনে স্লুইস গেটের  দু’ডালা অকেজো, ফসল তলিয়ে যাওয়ার আশংকা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় ফতেপুর ইউনিয়নের তলার হাওরে নিম্ন অঞ্চলের জমির ফসল রক্ষার স্লুইস গেটটির দু’ডালা অকেজো হয়ে যাওয়ায় ফতেপুর ও তিয়শ্রী ইউনিয়নের কয়েকশ একর জমির ফসল তলিয়ে যাওয়ার আশংকায় ভুগছে কৃষকরা ।

এলাকা বাসী সূত্রে জানা গেছে, ১৯৮৮-৮৯ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কোটি টাকা ব্যয়ে এই স্লুইস গেইটের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় । রক্ষাণাবেক্ষণের অভাবে ও দীর্ঘদিন ধরে কোন রকম সংস্কার না করায় এই স্লইস গেটের দু’ ডালা অকেজো হয়ে পড়ে। জনগন প্রতিবছর স্বেচ্ছা শ্রমে বালু,মাঠির বস্তা ও খর পেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা করে। এ বছর অতিবৃষ্টির কারনে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আগাম বন্যার আশংকায় ভোগছে।

এ এলাকার একমাত্র স্লইস গেটটি সংস্কারের অভাবে অকেজো হয়ে থাকায় স্থানীয় কৃষকরা বিশেষ করে বোরো মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়ে। তিয়শ্রী ইউনিয়নের কৃষক শাহাজাহান,ফতেপুর ইউনিয়নের কৃষক রেনু মিয়া জানান,প্রতিবছরেই স্লুইচ গেট নিয়ে আমরা এ সময় আতংকে থাকি, গেটটি সংস্কার না হওয়ায় প্রতিবছর আমরা নিজস্ব উদ্যোগে মাটি, খড় দিয়ে কোনমতে পানি আটকিয়ে রাখি।

এ ব্যাপারে নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুরশী মোহন সরকার জনান,বরাদ্দ না থাকায় মেরামত করা সম্ভব হচ্ছে না।

(এএমএ/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test