E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালের প্রয়াত ইউএনও রাশেদ স্মরণে সৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত

২০১৬ এপ্রিল ১৯ ১৮:৪৫:৪৫
ত্রিশালের প্রয়াত ইউএনও রাশেদ স্মরণে সৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত

মোস্তাফিজ নোমান, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালের প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের দুর্ঘটনাস্থলে তাঁর স্মৃতিচারণে সৃতিস্তম্ভ ও সড়কে রাশেদ স্মরণী নির্মানের সিদ্বান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার প্রয়াত ইউনও রাশেদের দুর্ঘটনার স্থল পরিদর্শন করেছেন নবাগত ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী সাবের আলী, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপসহকারী প্রকৌশলী শামছুল হুদা, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,সম্মানীত সদস্য রেজাউল করীম বাদল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন প্রয়াত ইউএনও রাশেদ অতি অল্প সময়ে তার সৎ নিষ্টা ও কর্মদক্ষতার মাধ্যমে ত্রিশালের সর্বস্তরের মানুষের কাছে ঠাই করে নিয়েছে। তার মৃত্যু শুধু ত্রিশালবাসী নয় দেশের একজন স্বনামধন্য অফিসারকে হারিয়েছে। রাশেদ আমাদের মাঝে ফিরে আসবেনা তবে তার সৃতিকে ধরে রাখতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

দুর্ঘটনাকবলিত স্থানে আমরা তার জন্য একটি সৃতিস্তম্ভ ও মহাসড়কে রাশেদ স্মরণী গেইট নির্মাণ করা হবে। উল্লেখ্য, গত ২৯ মার্চ ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম সরকারি কাজে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে উপজেলার বৈলর ইউনিয়নের নুরুর দোকান নামক স্থানে বাস চাপায় নিহত হন।

(এমআরএন/এএস/এপ্রিল ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test