E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জ্যেষ্ঠ নাগরিক ইস্যুতে সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়

২০১৬ এপ্রিল ২১ ১২:২৫:০২
জ্যেষ্ঠ নাগরিক ইস্যুতে সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়

নওগাঁ থেকে ফিরে নিতাই সাহা:নেত্রকোনা জেলার ৮জন, মানিকগঞ্জ জেলার ৫জন, নওগাঁ জেলার ১৫জন, ও দিনাজপুর জেলার ৫জন সহ ৪টি জেলার মোট ৩২ জন সাংবাদিকদের নিয়ে জেষ্ঠ্য নাগরিক ইস্যুতে ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে, হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় বারসিক এর আয়োজনে ৩দিন ব্যাপি সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় শেষ হয়েছে বুধবার।

৩দিন ব্যাপি সফরে ৪জেলার সাংবাদিকদের অংশ গ্রহনে ২য় দিন ৩২জন সংবাদকর্মী আলাদা আলাদা ভাবে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় জালালপুর গ্রামে নির্বাচিত সাংস্কৃতিক দল ও জেষ্ঠ্য নাগরিকদের জীবন যাপন বিষয়ে, পরিবার, সমাজ রাষ্ট্রে তাঁদের কি কি সুবিধা রয়েছে, কি কি সুবিধা থেকে জৈষ্ঠ্য জনগোষ্ঠী বঞ্চিত, আরো কিভাবে কাজ করলে তাঁরা সরকারী-বেসরকারী সুবিধা গুলো পাবেন, জীবন চলার পথে কিভাবে তাঁরা বাঁধা গ্রস্থ হচ্ছেন সে বিষয় গুলো নিয়ে দিন ব্যাপি মাঠ পর্যায়ে গ্রাম ভিত্তিক উঠান বৈঠক,সাংস্কৃতিক উপস্থপনা করা হয়।

পরবর্তিতে মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক সমিতির সভা কক্ষে বরেন্দ্রভুমি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আব্দুর রউফ এর সভাপতিত্বে মাঠ পর্যায়ের অংশ হিসেবে সাংবাদিকগণ দলীয় কাজের উপস্থাপন করেন।

এছাড়া জেলায় কার্যক্রম গুলো মাল্টিমিডিয়াতে উপস্থাপন করেন নিজ নিজ জেলা মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসারগণ।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. মোখলেছুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, দিনাজপুর জেলার কাশি কুমার দাস ও নওগাঁ জেলা থেকে মোঃ মাসুদুর রহমান রতন।

বক্তারা বলেন, আমরা ধন্যবাদ দেই ইউরোপিয়ন ইউনিয়ন ও হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশকে, তাঁরা বিভিন্ন পার্টনার সংস্থার মাধ্যমে জেষ্ঠ্য নাগরিক বিষয়ে কাজ পরিচালনা করার জন্য। বর্তমানে জেষ্ঠ্য নাগরিক বিষয়টি নিয়ে সকলেরই ভাবার সময় এসেছে। আমাদের এই অভিজ্ঞতা বিনিময় সফর থেকে ৪ জেলার সাংবাদিকগণ আলাদা আলাদা ভাবে জেষ্ঠ্য নাগরিকদের সমস্যা গুলো নির্ণয় করতে পেরেছি।

এরপর কালু শহর উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীণদের বিভিন্ন সমস্যা নিয়ে মোল্লাপাড়া বাউল দল সাংবাদিকগণ ও স্থানীয় শতশত মানুষের উপস্থিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন গম্ভীরা গানের মাধ্যমে প্রবীন নীতিমালা আইন-২০১৩ এর বিষয়বস্তুগুলো তুলে ধরেন ,যা উপস্থিত জনতার মাঝে একটু হলেও ভাবনার ঝড় তুলেছে।



(এনএস/এস/এপ্রিল২১,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test