E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে ৭ ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

২০১৬ এপ্রিল ২৪ ১৩:৩১:৪৪
নাটোরে ৭ ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলা ৭টি ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১১ টার সময় এ ফলাফল ঘোষণা করা হয়।

নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান ঘটনার সত্য নিশ্চিত করে জানান, নির্বাচনে তেবাড়িয়া ইউনিয়নে ওমর ফারুক (নৌকা প্রতীক) ৯ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপি প্রার্থী)গোলাম সারোয়ার ( ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১১ ভোট।

হরিশপুর ইউনিয়নে ওসমান গণি ভুইয়া (নৌকা প্রতীক) ১৩ হাজার ৭৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপি প্রার্থী মাহাতাব উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৫হাজার ১১৫ ভোট। কাফুরিয়া ইউনিয়নে ইলিয়াস আলী (নৌকা প্রতীক) ১১ হাজার ১২২ ভোট, বিএনপি প্রার্থী খবির উদ্দিন শাহ ( ধানের শীষ) পেয়েছে ২ হাজার ২৫৩ ভোট। হালসা ইউনিয়নে জহুরুল ইসলাম (নৌকা প্রতীক) ১০ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছে ২ হাজার ৩৩০ ভোট। লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নে আব্দুল বাতেন ভুইয়া (নৌকা প্রতীক) ১০ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম ( ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ভোট। দিঘাপতিয়া ইউনিয়নে খন্দকার ওমর শরীফ চৌহান (নৌকা প্রতীক) ১০ হাজার ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ( ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট। ছাতনী ইউনিয়নে শেখ তোফাজ্জল হোসেন (নৌকা প্রতীক) ১৩ হাজার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপি প্রার্থী সুলতান আলী ( ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৬৬২ ভোট।



(এমআরএস/এস/এপ্রিল২৪,২০১৬)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test