E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে আওয়ামীলীগ ২০ বিএনপি ৩ স্বতন্ত্র ২ জয়ী

২০১৬ এপ্রিল ২৪ ১৩:৪৭:৩০
বান্দরবানে আওয়ামীলীগ ২০ বিএনপি ৩ স্বতন্ত্র ২ জয়ী

বান্দরবান প্রতিনিধি :দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে বান্দরবানে ২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিত্বে আওয়ামীলীগ ২০ বিএনপি ৩ এবং স্বতন্ত্র ২টি নির্বাচিত হয়েছে।

বান্দরবানের ৭ উপজেলায় সর্বমোট ৩৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তারমধ্যে ২৩ এপ্রিল ৩য় দফার নির্বাচনে ২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বিচ্ছিন্ন বেশ কয়েকটি সহিংস ঘটনার মধ্যদিয়ে সম্পন্ন হয়।

শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপুর্ণ ভোট গ্রহন হলেও দুপুর গড়াতেই সহিংস ঘটনার জন্ম হয়। আজিজ নগর ইউনিয়নের চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২নং চাম্বী প্রাথমিক বিদ্যালয়ে বহিরাগতদের কেন্দ্র দখলের চেষ্টায় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুছফা মাষ্টারসহ ৫ জন আহত হন। প্রার্থীদের এ্যাজেন্টরা জাল ভোটের অভিযোগ এনে ঐ সময় ২টি ভোট কক্ষে ভাংচুর চালানোর চেষ্টা করলে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে বেশ কিছু সময় ভোট গ্রহন বন্ধ থাকে। এদিকে ফাইতং ইউনিয়নের দুইল্যাছড়ি ও নয়াপাড়া কেন্দ্রে বাইরে বহিরাগত কিছু সন্ত্রাসী দুপুর আড়াইটায় ফাঁকা গুলি বর্ষন করে আতংক সৃষ্টি করে। এতে ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে এবং ভোটাররা ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যায়। এ সময় আহত হন ২জন।

অপরদিকে সন্ধ্যায় ভোট গণনাকে কেন্দ্র করে সুয়ালক ইউনিয়নের সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুদ্ধ ভোটাররা রাস্তায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেট সৃষ্টি করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৩ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। এ রির্পোট লেখা পর্যন্ত সুয়ালক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিত্বে আওয়ামীলীগ পেয়েছে ২০টি বিএনপি পেয়েছে ৩টি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২টিতে নির্বাচিত হয়েছে প্রার্থীরা। বান্দরবান সদর উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ৩টি, বিএনপি ১টিতে জয়লাভ করে। সদর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে সাচপ্রু মারমা, রাজবিলা ইউনিয়নে ক্য অং প্রু মারমা, টংকাবতী ইউনিয়নে প্লুকান ¤্রাে এবং বিএনপি’র প্রার্থী হিসেবে সুয়ালক ইউনিয়নে উক্যনু মারমা নির্বাচিত হয়েছেন। লামা উপজেলার ৭টি ইউনিয়নে ৫টিতে আওয়ামীলীগ এবং ২টিতে বিএনপি জয়লাভ করেছে। নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থীরা হলেন আজিজ নগরে জসিম উদ্দিন, ফাইতং এ জালাল উদ্দিন, গজালিয়ায় বাথোয়াই চিং মারমা, লামা সদরে মিন্টু কুমার সেন, রূপসী পাড়ায় ছাচিংপ্রু মারমা। বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ফাঁসিয়াখালী ইউনিয়নে জাকের হোসেন মজুমদার এবং সরই ইউনিয়নে ফরিদুল আলম নির্বাচিত হয়েছেন। রোয়াং ছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে ৩টিতে আওয়ামীলীগ এবং ১টিতে স্বতন্ত্র। এতে আলেক্ষ্যং ইউনিয়নে আওয়ামীলীগের বিশ্বনাথ তংচংঙ্গ্যা, তারাছা ইউনিয়নে উ থোয়াইচিং মারমা, রোয়াংছড়ি সদরে ছহ্লামং মারমা এবং নোয়াপতং ইউনিয়নে জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অং শৈ মং নির্বাচিত হয়েছে। থানছি উপজেলার ৪টি ইউনিয়নে সবকটিতে আওয়ামীলীগ জিতেছে। এতে থানছি সদরে মাংসার ¤্রাে, বলিপাড়ায় শৈহ্লাচিং বাশৈচিং মারমা, রেমাক্রী ইউনিয়নে মুইশৈথুই মারমা, এবং তিন্দু ইউনিয়নে মংপ্রু অং মারমা নির্বাচিত হয়েছে। রুমা উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামীলীগ এবং ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী লাভ করেছেন। তারমধ্যে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে রুমা সদর ইউনিয়নে শৈ মং মারমা রেমাক্রী প্রাংসায় জিরা বম এবং পাইন্দু ইউনিয়নে উহ্লামং মারমা এবং গ্যালেঙ্গ্যা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে লংরুম ¤্রাে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও নাইক্ষ্যছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে মেয়াদ উতীর্ণ না হওয়ায় ৩টি ইউনিয়নে নির্বাচন হয়নি। অপর ২ ইউনিয়নের মধ্যে বাইশারীতে মোঃ আলম নির্বাচিত হয়েছেন এবং দোছড়ি ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত রাখা হলেও ভোটের ব্যবধানে মোঃ হাবিবুল্লাহ আওয়ামীলীগ প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।


(এমআরএস/এস/এপ্রিল২৪,২০১৬)


(এফবিআই/এস/এপ্রিল২৪,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test