E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হালুয়াঘাটে আদালতের নির্দেশ অমান্য করে ফসল কর্তন

২০১৬ এপ্রিল ২৯ ১৭:৩৯:১৭
হালুয়াঘাটে আদালতের নির্দেশ অমান্য করে ফসল কর্তন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘটে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক মুক্তিযোদ্ধার স্ত্রীর ফসলি জমির ফসল কর্তন করে নিয়ে গেছে বিবাদীগং।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, উপজেলার কৈচাপুর ইউনিয়নের নগরিয়া পাড়া গ্রামের মৃত শহীদ মুক্তিযোদ্ধা সাহেদ আলীর স্ত্রী মোছা: আনোয়ারা খাতুন (৫৫) এর খতিয়ান নং ১৩২০ সাবেক দাগ ২৬৬৫ হালদাগ নং ২৮৮৫ কইচাপুর মৌজার দুই একর জমির ধান আদালতের নির্দেশ অমান্য করে শাহজাহান (৩৮), সাত্তার (৩৪), আক্তার (৩০), আবুল (২৮), জালাল উদ্দিন (৫৫), কোবাদুজ্জামান (৪৫), সাইফুল (৩৫), সিরাজ উদ্দিন আহমেদ, আঃ মমিন, জহুর উদ্দিন, আমির হামজা, উক্ত জমিটির বোরো আবাদের ফসল কেটে নিয়ে যায়।

গত ২৬ এপ্রিল/২০১৬ খ্রি. তারিখে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেষ্ট আদালত ১১৮৩ নং স্মারকমূলে আনোয়ারা খাতুনের ফসলি জমির ধান বিবাদী গং যাতে না কাটতে পারে বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ হালুয়াঘাট বরাবর অনুলিপির আদেশ প্রেরণ করেন আদালত।

অতঃপর ২৭/২৮ এপ্রিল বিবাদী গং আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক ফসল কর্তন করে নিয়ে যায়। উল্লেখ্য যে, উক্ত বিবাদী গংদের নামে হালুয়াঘাট থানায় অবৈধভাবে আনোয়ারা খাতুনের জমি তেকে ভেকু দিয়ে কৃষি জমির মাঠি উত্তোলন করায় হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন, যাহার নং- ৯/২৬০। উক্ত গংদের বিরুদ্ধে আনোয়ারা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেষ্ট আদালত ময়মনসিংহ বরাবর বিবাদীগংদের বিরুদ্ধে ফসলি জমির ফসল অক্ষুন্ন রাখতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন, যাহার নং-১৫০/২০১৬।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ এম.এ. হক বলেন আদালতের নিদের্শ তিনি পেয়েছেন আইন সঙ্গতভাবে তাহার কিছু করার নেই। বাদী এবং বিবাদীগংদের মৌজা ও দাগ নং এক নয় উভয়পক্ষ কে ডেকে নিয়ে বাদীর উপস্থিতিতে স্বাক্ষীর মাধ্যমে মিমাংসা করা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করবেন বলে তিনি জানান।

(জেসিজি/এএস/এপ্রিল ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test