E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানের টংকাবতীতে বন্য হাতির আক্রমনে এক মহিলার মৃত্যু

 

২০১৬ মে ০২ ১৩:৪০:২০
বান্দরবানের টংকাবতীতে বন্য হাতির আক্রমনে এক মহিলার মৃত্যু
 

আল ফয়সাল বিকাশ,বান্দরবান :বান্দরবান সদর উপজেলায় বন্য হাতির আক্রমনে এক মহিলা নিহত হয়েছে। বন্য হাতির পাল এ সময় বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ীও গুঁড়িয়ে দিয়েছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার টংকাবর্তী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকায় শফিকুর রহমান পাড়ায় এ ঘটনা ঘটে।

নবনির্বাচিত টংকাবতী ইউপি চেয়ারম্যান প্লকান ম্রো জানান, সোমবার গভীর রাত ১ টার দিকে বন্য হাতির পাল শফিকুর রহমান পাড়ার হানা দেয়। বন্য হাতির দল বাড়ীঘরে হানা দিলে নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম (৪০) ভয়ে বাড়ী থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। পরে একটি বন্য হাতি আয়েশা বেগমকে আঁচড়িয়ে মেরে ফেলে।

স্থানীয় লোকজন জানায়, বন্য হাতির পাল প্রায় সময় এই ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর, কদুখোলা, টংকাবতী এবং সুয়ালক ইউনিয়নের কাইচতলী এলাকায় হানা দেয়। এ সময় হাতির পাল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং মানুষের উপর হামলা করে। এই ইউনিয়নে প্রতি বছর গড়ে ৪/৫ জন মানুষ হতাহতের শিকার হয়। পাশাপাশি লন্ডভন্ড করে দেয় ফসলী জমি ও কলা বাগান।
এ বিষয়ে সরকারের উর্ধ্বতন মহলে বহু আবেদন-নিবেদন করেও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ করেন আতংকিত লোকজন।



(এএফবি/এস/মে,০২,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test