E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যার চেষ্টা

২০১৬ মে ০৬ ১৮:২৬:৫৭
আশাশুনিতে মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি : তিন লাখ টাকা চাঁদার দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শালখালি শ্যামসুন্দর ইসকন মন্দিরের সেবায়েত মহীরুপ গোস্বামী ওরফে পঙ্কজ সরকারকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহষ্পতিবার দিবাগত রাত দু'টোর দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী গ্রামের একটি চিংড়ি ঘেরের বাসায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পঙ্কজ সরকার শালখালি গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।

শোভনালী নবনির্বাচিত ইউপি সদস্য উদয় কুমার দাস জানান, ১৬ বছর আগে নিজের জমিতে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করে তার সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পঙ্কজ সরকার ওরফে সহীরুপ গোস্বামী।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মহীরুপ গোস্বামী জানান, কৈখালি গ্রামের সাবুর আলীর ছেলে জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে চার পাঁচজন দু’ সপ্তাহ আগে থেকে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে মন্দিরের কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে তারা হুমকি দেয়। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।

তিনি আরো জানান, চাঁদাবাজদের ভয়ে তিনি বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে মন্দির থেকে কিছুদূরে তার চিংড়ি ঘেরের বাসায় ঘুমোতে যান। বৃহষ্পতিবার দিবাগত রাত দু'টোর দিকে জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে চার পাঁচজন তার ঘেরের বাসায় ঢুকে চাঁদা দাবি করে। তিনি দিতে অপারগতা প্রকাশ করায় জিয়া তার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে অন্যরা লাঠি ও লোহার রড দিয়ে ডান পায়ের হাড় ভেঙে দেয়। আগামি এক সপ্তাহের মধ্যে দাবিকৃত টাকা না দিলে ও থানায় কোন অভিযোগ করলে মেরে লাশ গুম করে দেওয়ার কখা বলে চলে যায় তারা। তার চিৎকারে পার্শ্ববর্তী ঘেরের পাহারাদাররা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, সেবায়েত মহীরুপ গোস্বামী ওরফে পঙ্কজ সরকারকে কুপিয়ে জখম করার ঘটনায় তার ছেলে পলাশ সরকার বাদি হয়ে কৈখালি গ্রামের জিয়াউর রহমান জিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার/পাঁচ জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সেবায়েতেতের ভাই মনি সরকারের ছেলে প্রবীর সরকারকে আটক করা হয়েছে।

(আরকে/এএস/মে ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test