E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে প্রতীক বরাদ্দের আগেই প্রতীকের ব্যানারে শোডাউন

২০১৬ মে ০৯ ১৮:৩৬:৫৯
ত্রিশালে প্রতীক বরাদ্দের আগেই প্রতীকের ব্যানারে শোডাউন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে জমা দেয়ার ১ম দিনে আচরণ বিধি লঙ্গন করে মনোনয়ন পত্র জমা দিয়েছে উপজেলার মঠবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নির্বাচন কমিশন কতৃক প্রতীক বরাদ্দের আগেই প্রতীকের ব্যানারে বিশাল শোডাউন নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়। ক্ষমতাসীন দলের প্রার্থী থাকায় কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।

জানা যায়, উপজেলার ১২ টি ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়। উপজেলার ১০ নং মঠবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুছ আচরণ বিধি ভঙ্গ করে দুপুরে নৌকা প্রতীকের ব্যনারে বিশাল শোডাউন মিছিল নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দিতে আসে। এতে করে অন্যান্য প্রার্থীদেরকে ব্যাপক সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হতে হয়। মনোনয়ন পত্র জমা দানের সময় ৫ জন সমর্থক সাথে নিয়ে আসার বিধান থাকলেও আব্দুল কদ্দুছ ৪/৫ শত লোক নিয়ে প্রতীক বরাদ্দ না হলেও প্রতীকের ব্যানারসহ বিশাল মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রিটানিং কার্যালয়ে প্রবেশ করে। এ সময় আইনশৃংখলা বাহিনির কোন সদস্য উপস্থিত না থাকায় সাধারন জনগণের ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেক প্রার্থী জমা দিতে এসে ভোগান্তির কারণে পরে জমা দেয়ার সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে মঠবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল কদ্দুছ মন্ডলের সাথে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন জানান নির্বাচন কমিশন কতৃক প্রতীক বরাদ্দের আগে প্রতীকের কোন শোডাউন আচরন বিধি লঙ্গন। আমরা এ ব্যপারে যথাযথ ব্যবস্থা নেব।

ইউপি নির্বাচনে রিটানিং অফিসার ও উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজির আহমেদ বলেন শোডাউন নিয়ে মনোনয়ন জমা দেয় তবে এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমরা কয়টা দেখব অনেকেই তো লঙ্ঘন করে।

(এমআরএন/এএস/মে ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test