E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর ফাঁসি

২০১৬ মে ১০ ১৬:২০:১২
গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর ফাঁসি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকায় শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ রোজিনাকে (২০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।


মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রোজিনা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভারুয়ামারী এলাকার ফজলুল হকের মেয়ে।

নিহত শাশুড়ি পারভীন কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকায় বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকার মো. পারভেজের সঙ্গে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভারুয়ামারী এলাকার ফজলুল হকের মেয়ে রোজিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে বৌ-শাশুড়ির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি ২০১৫ ইং তারিখ সন্ধ্যায় মো. পারভেজ তার স্ত্রী রোজিনা ও মা পারভীনকে বাসায় রেখে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরের দিন সকালে পারভেজ বাড়ি ফিরে তার মাকে দেখতে না পেয়ে স্ত্রী রোজিনাকে জিজ্ঞাসা করেন।

এসময় রোজিনা বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। পরে তার মায়ের ঘরে উকি দিয়ে দেখে মৃত অবস্থায় তা মা পারভীন পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোজিনাকে আটক করে। আসামি রোজিনা উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে তার শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে। ঘটনার পরের দিনে ১৬ জানুয়ারি নিহতের ছেলে মো. পারভেজ বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামি রোজিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আটকের পর আসামি রোজিনা আদালত থেকে জামিন পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালত আসামিকে মৃত্যুদণ্ড রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হারিছউদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান।

আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, আসামি রোজিনা জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। যার কারণে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত হননি।

(ওএস/এএস/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test