E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তনুকে খুন করেছে সেনাবাহিনীর এক সার্জেন্ট ও সিপাহী : তনুর মা

২০১৬ মে ১০ ২১:১৫:২৬
তনুকে খুন করেছে সেনাবাহিনীর এক সার্জেন্ট ও সিপাহী : তনুর মা

নিউজ ডেস্ক : সেনানিবাসের অনুষ্ঠানে গান না করায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম।

মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লা জেলা সিআইডি কার্যালয়ে তনুর বাবা এয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও চাচাতো বোন লাইজু জাহান ও তনুর সাথী ৫ সঙ্গীত শিল্পীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তনুর মা এ সব কথা বলেন।

জিজ্ঞাসাবাদে ক্ষুব্ধ হয়ে আনোয়ারা বেগম আনোয়ারা বলেন, সেনানিবাসের অনুষ্ঠানে গান না করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাথে সিলেট পিকনিকে যাওয়ার জন্য আমার মেয়েকে হত্যা করা হয়েছে। এমনকি তনুর চুল কেটে তার প্রতিশোধ নেওয়া হয়েছে। সেনানিবাসের রাস্তা ও সিসি ক্যামেরা তিন ঘণ্টা বন্ধ রেখে আমার মেয়ের লাশ বাড়ির কাছে এসে ফেলে যায় সেনাবহিনীর সদস্যরা।

আনোয়ারা বেগম বলেন, এ খুনে সার্জেন্ট জাহিদ, তার স্ত্রী এবং সিপাহী জাহিদ জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করলেই হত্যার রহস্য বেরিয়ে আসবে।

সিআইডির তদন্ত কর্মকর্তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তনুর বাবা এয়ার হোসেন অভিযোগ করে বলেন, তারা আমাদের বারবার হয়রানি করছে এবং বিব্রত করছে। আমার পরিবারের সদস্যদের যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেমনি আমার মেয়ে যাদের বাড়িতে পড়াতে গেল তাদের পরিবারেও তো সদস্য আছে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?

সিআইডির জিজ্ঞাসাবাদে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের সাথে ছিলেন সিআইডির পরিদর্শক গোলাম মাওলা, সিআইডি-কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীম।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশন শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। সেদিন রাতে সেনানিবাসের ভেতরেই একটি ঝোঁপের মধ্যে তনুর মৃতদেহ পাওয়া যায়।

(ওএস/অ/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test