E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে চার দোকানীকে অর্থদণ্ড

২০১৬ মে ১১ ১৫:৫৫:৪৯
ফুলবাড়ীতে চার দোকানীকে অর্থদণ্ড

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রিসহ ওজনে কম দেয়ার অপরাধে  বুধবার চার দোকানীকে ১০হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসিন মৃধার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পৌর বাজারের এলাকার চারটি দোকানে অভিযান পরিচালনা করেন। এতে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে শংকর ভান্ডারকে দুই হাজার, ওজনে কম দেয়ার অপরাধে মাংস বিক্রেতার মোরশেদ আলীকে পাঁচ হাজার, মুরগি বিক্রেতা তৌহিদুল ইসলামকে দুই হাজার ও মুরগি বিক্রেতা আব্দুর রাজ্জাককে এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে অভিযুক্তরা মুক্ত হন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসিন মৃধা বলেন, মেয়াদ উত্তীর্ণ মালামাল মজুদ ও বিক্রিসহ মাংস ও মুরগির দোকানে প্রতি কেজিতে ১৫০ থেকে ২০০গ্রাম ওজন কম দেয়ার অপরাধে উল্লেখিত ব্যক্তিদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে।

(এসিজি/এএস/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test