E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে শিশু ফোরামের অভিভাবক সমাবেশ

২০১৬ মে ১১ ১৮:৫০:৪৩
ফুলবাড়ীতে শিশু ফোরামের অভিভাবক সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পাঞ্জেরী শিশু ফোরামের উদ্যোগে বুধবার উপজেলার খাজাপুর মাদ্রাসা চত্বরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

পাঞ্জেরী শিশু ফোরামের সভাপতি মোছা. আরমিনা আক্তারের সভাপতিত্বে বাল্য বিবাহ, স্কুল ঝরে পড়া রোধসহ মাদকের কুফল সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলী, ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের মঞ্জু রায় চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, শিশু ফোরামের মতই যদি সবাই বাল্য বিবাহ, স্কুল ঝরে পড়া রোধসহ মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়, তবে অবশ্যই একদিন দেশ ও সমাজ থেকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম হবে তথ্য কেন্দ্র। যেখান থেকে শিশুরা প্রয়োজনীয় সব তথ্য পাবে। মন্দ কাজে সময় নষ্ট না করে, ভালো কাজে সময় ব্যয় করবে। শিশু ফোরামের জন্য ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সে পৃথক অফিস কক্ষ বরাদ্দসহ কম্পিউটার বরাদ্দের ঘোষণা দেন।

অভিভাবক সমাবেশে দুই সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এসিজি/এএস/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test