E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে নারী গাঁজা ব্যবসায়ী আটক ও আইসক্রিম ফ্যাক্টরী মালিকের জরিমানা

২০১৬ মে ১২ ১৭:৩২:৩২
বড়াইগ্রামে নারী গাঁজা ব্যবসায়ী আটক ও আইসক্রিম ফ্যাক্টরী মালিকের জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুরে বুধবার রাত ৮টার দিকে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে সখিনা (৩০) নামে এক নারী গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে।

সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৫ এর একটি দল ধানাইদহ বাজারে ইমু আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভেজাল উপকরণ জব্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. রুহুল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী সখিনাকে ১৫ দিনের কারাদন্ড ও ফ্যাক্টরী মালিক ইনা সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখিনাকে তার বাড়ি কালিকপুর থেকে ২৫ পুরিয়া যার ওজন ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার স্বামী মাদক ব্যবসায়ী আব্দুস সোবাহান মাদক মামলার আসামী ও দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

র‌্যাব-৫ এর এডিশনাল এসপি মিজানুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে, ক্ষতিকর উপকরণ দিয়ে আইসক্রিম তৈরী করায় ইনু আইসক্রিম ফ্যাক্টরীর মালিক পাবনা জেলার ঈশ্বরদীর মুলাডুলি গ্রামের ইনা সরকারকে ভ্রাম্যমান আদালত শাস্তি প্রদান করেন।

(এসবি/এএস/মে ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test