E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে স্ত্রীর মামলায় দ্বিতীয় বিয়ের আসর থেকে প্রবাসী স্বামী গ্রেফতার

২০১৬ মে ১২ ১৮:৫৩:০১
রায়পুরে স্ত্রীর মামলায় দ্বিতীয় বিয়ের আসর থেকে প্রবাসী স্বামী গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অনুমতি না নিয়ে  দ্বিতীয় বিয়ে করা ও স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলার আসামী বর শফিকুল ইসলাম হাওলাদারকে দ্বিতীয় বিয়ের আসর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেনায়েতপুর গ্রামের পোস্ট অফিস সংলগ্ন খোরশেদ আলমের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চালতাতলী এলাকার মৃত জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দেবীপুর গ্রামের চালতাতলী এলাকার মৃত জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী শফিকুল ইসলাম হাওলাদার প্রায় ১৮ বছর আগে পৌরসভার মধূপুর গ্রামের আলী হায়দার ভুইয়ার মেয়ে নাজমা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে নবম শ্রেণীর একটি মেয়ে ও ষষ্ঠ শ্রেণীর একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীকে ৩লাখ টাকা যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করত। যৌতুকের চাহিদা মেটাতে না পেরে ও নির্যাতনে অতিষ্ট হয়ে তিন বছর ধরে আগে প্রথম স্ত্রী তার সন্তানদের নিয়ে তার পিতার বাড়ী আশ্রয় নেয়। শফিকুল ও বিদেশে পাড়ি দিয়ে স্ত্রী সন্তানদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত একমাস আগে শফিকুল বিদেশ থেকে দেশে ফিরে ঢাকায় তার স্বজনদের বাসায় থেকে দ্বিতীয় বিেেয়র জন্য পাত্রী খুজঁতে থাকে। অবশেষে বৃহস্পতিবার (১২ মে) সে দেনায়েতপুর গ্রামের পোস্ট অফিস সংলগ্ন খোরশেদ আলমের মেয়ের সাথে দ্বিতীয় বার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।

এঘটনা জানতে পেরে একই দিনে প্রথম স্ত্রী নাজমা প্রবাস ফেরত স্বামীর বিরুদ্ধে বাধ্য হয়ে লক্ষ্মীপুর আদালতে শফিকুল ও তার মা আমেনা বেগমকে আসামী করে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করেন। আদালত মামলাটি গ্রহন করে শফিকুরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। আদালতের আদেশ নিয়ে নাজমা থানা পুলিশের স্বরণাপন্ন হলে রায়পুর থানার এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে বিয়ের আসর থেকে শফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রথম স্ত্রী ও মামলার বাদী নাজমা বেগম বলেন, নিষ্ঠুর স্বামী সারা জীবন আমায় কস্ট দিয়েছে। আমাদের দু’সন্তানের মধ্যে মেয়েটি আজ বিবাহ উপযুক্ত। আমার ছেলে মেয়ের ভবিষ্যত চিন্তা করে বিকৃত রুচির স্বামীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি। আমি উপযুক্ত বিচার চাই।

থানা হেফাজতে আটক শফিকুল বলেন, প্রথম স্ত্রী ব্যভিচারী। আমার সন্তানদের সে দূরে রেখে আনন্দে মত্ত ছিল। আমি এমন স্ত্রীর সংসার করতে চাই না। তাই দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছি।

রায়পুর থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই মোশঅরফ হোসেন বলেন, আদালতের আদেশে শফিকুলকে দ্বিতীয় বিয়ের আসর থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

(পিকেআর/এএস/মে ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test