E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, ওষুধ ও স্যালাইন সংকট চরমে

২০১৬ মে ১৩ ১৫:৫৬:৪২
আগৈলঝাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, ওষুধ ও স্যালাইন সংকট চরমে

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা ৫০ শয্যা হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ায় সীট সংকলন না হওয়ায় এখন বারান্দায় রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। একদিকে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি অন্যদিকে হাসপাতালে ওষুধ ও স্যালাইন সংকটের কারণে চিকিৎসা সেবা দারুনভাবে ব্যহত হচ্ছে বলে জানান চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবহাওয়াজনিত কারণে এবং বিভিন্ন খাবারের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুসহ সকল বয়সী লোকজন। এর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা। শুক্রবার উপজেলার পয়সারহাট গ্রামের মনোজ বাড়ৈর ছেলে হিমেল বাড়ৈ, দক্ষিন গৈলা গ্রামের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ইসলাম, অশোকসেন গ্রামের অনিল সমদ্দারের ছেলে অপু সমদ্দার, পিরেরপাড় গ্রামের রেনাথ চৌধুরীর ছেলে হেরা চৌধুরী, আস্কর গ্রামের তাপস অধিকারীর ছেলে পলাশ অধিকারী, রাজিহার গ্রামের বিরাজ রায়ের ছেলে অভি রায়, দক্ষিন শিহিপাশা গ্রামের কুদ্দুস হাওলাদারের স্ত্রী মরিয়ম বেগম, বড় বাশাইল গ্রামের কৃষ্ণ কান্ত মল্লিকের ছেলে মন্টু রঞ্জন মল্লিক, রামশীল গ্রামের উজ্জল চৌধুরীর মেয়ে অসমি চৌধুরী, বাটরা গ্রামের খোকন সরকারের মেয়ে মুক্তা সরকার ও বার্থী গ্রামের ইদ্রিস বেপারীর স্ত্রী হেনেরা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও প্রতিদিন আউটডোরে অন্তত ৫০জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

পুরুষ ও মহিলা ওয়ার্ডে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দায় বসে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।

এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আলতাব হোসেন জানান, অধিক গরমে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া ও বিভিন্ন খাবারের কারনে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধসহ শিশুরা। ওষুধ ও স্যালাইন সংকটের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ওষুধ ও স্যালাইনের সংকটের কথা বরিশাল জেলা সির্ভিল সার্জন অফিসকে জানানো হয়েছে।

(টিবি/এএস/মে ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test