E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের নার্সদের তিন দিনের কর্মসূচি

২০১৬ মে ১৫ ১৭:২৮:৫৯
ফের নার্সদের তিন দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন না করে পিএসসির নার্স নিয়োগের পরীক্ষার দিন নির্ধারণের প্রতিবাদে আবারো তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বেকার নার্সরা।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচি হলো, আগামী ১৭ মে সকাল ৮টায় নার্সদের দাবির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাতের জন্য মন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। ১৮ মে সেবা পরিদপ্তরের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করা হবে।

১৯ মে সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিল করা হবে। বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদা আক্তার বলেন, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি আদায়ে এক মাসেরও বেশি সময় কর্মসূচি পালন করেছি। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ আমরা প্রেসক্লাব প্রাঙ্গণে অনশনে ছিলাম। ১ মে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত সভায় আমাদের সব দাবি মেনে নেন এবং দ্রুত পিএসসির নার্স নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দাবি বাস্তবায়নের জোর আশ্বাস দেন।

তিনি বলেন, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাতে চাই, এখনো পর্যন্ত পিএসসির নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ৯ মে ২০১৬ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নার্স নিয়োগের পরীক্ষার তারিখ সম্বলিত আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। দাবি বাস্তবায়ন এবং পিএসসির কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা আজও পাইনি। ঘটনার পর আমরা বহুবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হই।

সংবাদ সম্মেলনে ছিলেন বিডিবিএনএ`র ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বিবিজিএনএস` এর সভাপতি রাজীব কুমার বিশ্বাস প্রমুখ।

(ওএস/অ/মে ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test