E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে গণ-মাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় 

২০১৬ মে ১৬ ১৪:৩৪:১৬
গোপালগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে গণ-মাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে গণ মাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিসির আর্থিক সহায়তায় প্রিপ ট্রাস্ট, “অপারাজিতা”নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ সভার আয়োজন করে।

সোমবার সকালে রিপোর্টাস ফোরামগোপালগঞ্জের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগকথা সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না। কোটালীপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান লক্ষী রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফসানা মিমি, প্রিপ ট্রাস্টের আঞ্চলিক পরিচালক শেখ ইকবাল হোসেন,কোটালীপাড়র উপজেলার প্রিপ এর প্রকল্প কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, টুঙ্গিপাড়ারমোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্যবৃন্দ অংশ নেন। এ সময় নারীর ক্ষমতায়নে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।

(পিএম/এএস/মে ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test