E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে সন্ত্রাসীদের হামলায় কৃষক আহত

২০১৬ মে ১৬ ১৫:২৯:৩৮
নড়াইলে সন্ত্রাসীদের হামলায় কৃষক আহত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে মফিজ কাজী নামের এক কৃষক মারাত্মকভাবে আহত হয়েছে। রবিবার দিবাগত ভোর ৫টার দিকে নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে তার নিজ বাড়িতে চোখ বেঁধে ধরে নিয়ে এ ঘটনা ঘটায়। সে নড়াইল সদর হাসপাতালে মূর্মুষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আহত মফিজার কাজী (৫০) পাইকমারী গ্রামের মৃত মোঃ মাহামুদুর কাজীর ছেলে।

আহত, এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৪টার দিকে মফিজের বসত ঘরের বারান্দায় রাতে শুয়ে থাকা অবস্থায় মুখ বেঁধে পার্শ্ববর্তী মেহগুণী বাগানে নিয়ে অস্ত্র ঠেকিয়ে বলে তোর ছেলে ৭০ হাজার টাকা পাঠাইছে টাকা দে। টাকা নেই বললে সন্ত্রাসীরা ফাঁকা মাঠে নিয়ে জবাই করার হুমকি দেয় এবং ধারালো অস্ত্রদিয়ে তাকে কুপিয়ে মারত্মকভাবে রক্তাক্ত জখম করে।

এ সময় আহত মফিজ সাংবাদিকদের জানায়, পাইকমারী গ্রামের হালিমের ছেলে ফিরোজ ( ২৮), সেকেন সরদারের ছেলে সোহান (২৩) ও সাইফুল কাজী’র ছেলে রউফ কাজী (২৩) আমি চিনতে পারি। এছাড়াও আরো ৪/৫ জন ছিল।

এদিকে এলাকাবাসি জানান, মফিজের ডাকচিৎকারে আমরা এগিয়ে আসলে দেশীয় অস্ত্রসহ দৌঁড়িয়ে যেতে যাদের দেখি তারা হলো, আবু ভুঁইয়ার ছেলে চঞ্চল (২৫), নজরুল মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (২০) এবং আইয়ুব শেখের ছেলে আল আমীন শেখ ( ২০)সহ আরো কয়েকজন।

এলাকাবাসি আরো জানায়, এলাকার কতিপয় ব্যক্তির মদদে এরা গাঁজা ফেন্সিডিল ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত।

এদিকে সদর থানার এসআই এনামুল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(টিএআরএএস/মে ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test