E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তনু হত্যাকাণ্ড : ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত

২০১৬ মে ১৬ ২৩:৩৪:১৯
তনু হত্যাকাণ্ড : ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। তার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তনুর মরদেহ থেকে নেয়া বিভিন্ন আলামত ডিএনএ পরীক্ষার পর তাকে ধর্ষণের আলামত মিলেছে। সোমবার রাতে তার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন মতে, ডিএনএ পরীক্ষায় তনুর কাপড়ে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তনুর মরদেহে মোট ৪ জনের ডিএনএ পাওয়া গেছে। এর মধ্যে একটি তনুর নিজের রক্তের। অন্য ৩টি তিন পুরুষের।

বিষয়টি নিশ্চিত করেসোমবার রাতে কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, তনুর অন্তর্বাস, পোশাক ও গোপনাঙ্গ এবং রক্তের ডিএনএ প্রতিবেদনে তিন ব্যক্তির বীর্যের আলামত পাওয়া গেছে। তিনি জানান, কুমেকের ফরেনসিক বিভাগের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে ডিএনএ প্রতিবেদন সরবরাহ করতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, গত ২০ মার্চ সোহাগী জাহান তনুকে পরিকল্পিতভাবে হত্যা করে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকার পাশের একটি জঙ্গলে মরদেহ ফেলে দেয় ঘাতকরা। পুলিশ, ডিবির পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত ২৮ মার্চ ডিএনএ নমুনা সংগ্রহের জন্য তনুর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

(একেএইচ/অ/মে ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test