E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষামন্ত্রীর বক্তব্যে তোলপাড় বরিশাল শিক্ষাবোর্ড

২০১৬ মে ১৭ ১৪:৪০:৩৪
শিক্ষামন্ত্রীর বক্তব্যে তোলপাড় বরিশাল শিক্ষাবোর্ড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের ভুলে হিন্দুধর্মে ফেল খবর প্রকাশ হওয়ার কারণে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যেই জড়িত হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের ভুলে শিক্ষার্থীর আত্মহত্যা সম্পর্কে মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ কর্মকর্তাদের কোন ধরনের অবহেলা বা ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ বরিশালে ছড়িয়ে পড়ায় নগরবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, মন্ত্রীর কঠোর হুশিয়ারীর পর ঘটনার সাথে জড়িত কতিপয় কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতংক দেখা দিয়েছে। অপরদিকে সোমবার সকালে শিক্ষার বোর্ডের দায়িত্বহীনতায় সর্বজিত ঘোষ হৃদয়কে হত্যায় ঠেলে দেয়া হয়েছে বলে মনে করে এবং হত্যাকারীদের (বোর্ড কর্মকর্তাদের) বিচারের দাবিতে নগরীতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সর্বজিতের সহপাঠী, অভিভাবক, সচেতন বরিশালবাসী ও বন্ধু মহলের আয়োজনে প্রায় দু’ঘন্টাব্যাপী প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো মেধাবী ছাত্র সর্বজিত ঘোষ হৃদয়। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন স্কুলে গিয়ে সর্বজিত দেখতে পায় হিন্দু ধর্মে সে ফেল করেছে। এ কলঙ্ক সইতে না পেরে প্যারারা রোডের নির্মানাধীন বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে সর্বজিত আত্মহত্যা করে। এছাড়াও হিন্দু ধর্মে ‘খ’ সেটে অংশগ্রহণ করা ১ হাজার ৪৯২জন পরীক্ষার্থীকে প্রথমে অকৃতকার্য দেখানো হয়।

পরবর্তীতে অকৃর্তকায্যদের খাতা পুনর্মূল্যায়ণে দেখা যায় প্রধান পরীক্ষক ‘খ’ সেটের যে উত্তরমালা তৈরী করে দিয়েছিলেন তা ‘গ’ সেটের। ফলে ‘খ’ সেটে যারা পরীক্ষা দিয়েছে তাদের উত্তরের সাথে প্রধান পরীক্ষকের ভুল উত্তরমালার সমন্বয় হয়নি। পরবর্তীতে পুর্ণমূল্যায়ণের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। এতে নিহত সর্বজিৎসহ ‘খ’ সেটে অংশগ্রহণ করা ১ হাজার ১৪১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।

(টিবি/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test