E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়িয়ায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ,  আহত ৫

২০১৬ মে ১৭ ১৫:২৯:২০
নড়িয়ায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ,  আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি : নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় শতাধিক ককটেল বিষ্ফোরনের খবর পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের নড়িয়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

স্থানীয় ও নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহ আলম চৌকিদার ও আওয়ামীলীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বাদশা শেখের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সন্ধ্যায় বিদ্রোহী প্রার্থী বাদশা শেখ ও তার সমর্থকরা নয়ন মাদবর কান্দী গ্রামের উঠান বৈঠক করছিলেন।

এ সময় মুলপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় আওয়ামীলীগের প্রার্থী শাহ আলম চৌকিদারের সমর্থকরা পিছন থেকে তাদের উপর হামলা করে। হামলায় বিদ্রোহী প্রার্থী বাদশা শেখের দুটি মটরসাইকেল ভাংচুর করে । তার সমর্থক মোতালেব ও আক্তার হোসেনকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় প্রার্থীর সমর্থকরা প্রায় শতাধিক ককটেল বিষ্ফোরণ ঘটনায়। সংঘর্ষ চলাকালে নৌকা সমর্থক রুবেলকে বিদ্রোহী সমর্থকরা মারধর করে ও তার একটি মটরসাইকেল ভাংচুর করে। এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী বাদশা শেখ বলেন, আমি নয়ন মাদবর কান্দী গ্রামের উঠান বৈঠক করছিলাম। তখন এ পথ দিয়ে যাওয়ার সময় আওয়ামীলীগের প্রার্থী শাহ আলম চৌকিদারের সমর্থকরা পিছন থেকে আমাদের উপর হামলা করে আমার লোকজনকে আহত করে।

এ ব্যাপারে শাহ আলম চৌকিদারবলেন, আমি আমার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনায় যাওয়ার সময় বাদশা শেখ ও তার সমর্থকরা আমার লোকজনের উপর হামলা করেছে। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছে। একটি মোটর সাইকেল ভাংচুর করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেন, মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

(কেএনআই/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test