E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেবাচিমের ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

২০১৬ মে ১৯ ১৮:০৭:১৬
শেবাচিমের ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অবশেষে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ইন্টার্নি চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা যার যার কর্মস্থলে যোগদান করেছেন। বুধবার দিবাগত মধ্যরাতের ইন্টার্নি চিকিৎসকদের দাবি পূরনের আশ্বাস দেয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ধর্মঘটের প্রত্যাহার নিশ্চিত করে ইন্টার্ন ডক্টরস্ এ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ভিকি জানান, হাসপাতালের পরিচালক, পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে ইন্টার্নি চিকিৎসকদের বৈঠকে রোগীর স্বজনের বিরুদ্ধে মামলা ও পুলিশ সদস্য এএসআই মহিউদ্দিনের বিরুদ্ধে লিখিত বরখাস্তের আশ্বাস দেয়ার পর তারা ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, চিকিৎসকদের ওপর হামলা, পুলিশের হাতে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় বিচার ও দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, রোগীর স্বজনদের হাতে চিকিৎসকদের লাঞ্ছিত হওয়ার ঘটনার বারবার পুনরাবৃত্তি না ঘটার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিসহ বেশ কয়েকটি দাবিতে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা করেছিলেন।

উল্লেখ্য, শেবাচিম হাসপাতালে রোগীর সাথে স্বজনদের প্রবেশ করাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ইন্টার্নি চিকিৎসকদের সাথে স্বজনদের হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে চিকিৎসকদের হামলায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছে।

উল্টো ইন্টার্নি চিকিৎসকেরা হাসপাতালের প্রধান ফটকগুলোতে তালা দিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষুব্ধ চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের এএসআই মহিউদ্দিনকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপরেও রাত দেড়টার দিকে ইন্টার্নি চিকিৎসকেরা কর্মবিরতীর ঘোষণা করেন।

(টিবি/এএস/মে ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test