E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৭টি ইন্টারভিউ দিয়েও চাকুরি মেলেনি এক মুক্তিযোদ্ধার সন্তানের

২০১৬ মে ১৯ ১৮:২২:০৪
২৭টি ইন্টারভিউ দিয়েও চাকুরি মেলেনি এক মুক্তিযোদ্ধার সন্তানের

মাগুরা প্রতিনিধি : ২৭টি চাকুরীতে ইন্টারভিউ দেওয়ার পরও চাকুরি মেলেনি মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের এক মুক্তিযোদ্ধার সন্তানের। ভূক্তভোগি প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে অর্থনীতিতে অনার্সসহ দ্বিতীয় বিভাগে এম পাশ করেছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করে বৃহস্পতিবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বীরমুক্তিযোদ্ধা নবুয়ত শেখ। এ সময় ভূক্তভোগিসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নবুয়ত শেখ জানান, তার ছেলে নজীর আহম্মেদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে অর্থনীতিতে অনার্সসহ এম এ পাশ করার পর অন্তত ২৭টি চাকুরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ৭টিতে মৌখিক পরীক্ষা পর্যন্ত গেলেও অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত চাকুরি হয়নি।

ইতিমধ্যে সরকারি চাকুরির বয়স সীমা শেষ হয়ে গেছে। ২ বছর আগে দু’টি চাকুরি যথাক্রমে বাংলাদেশ ডাক বিভাগ ও সোনালী ব্যাংকে আবেদন করা আছে। আগামীতে যে কোন সময় সেগুলোর পরীক্ষা হবে। এদিকে অতি দারিদ্র্যতার মধ্য দিয়ে দায়-দেনা হয়ে ছেলের লেখাপড়া শিখিয়েছেন। এখন যদি একটি চাকুরি না হয় তাহলে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা কষ্টকর হয়ে যাবে। বিষয়টিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেছেন।

(ডিসি/এএস/মে ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test