E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কমিটি গঠন

২০১৬ মে ২০ ১৬:৪২:১০
মাগুরায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কমিটি গঠন

মাগুরা প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক আবুল কালাম আজাদের স্মরণ ও সাধারণসভা বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গীর মোড়ে কফি হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রবীন চিকিৎসক ও প্রগতিশীল ব্যক্তিত্ব ডা. কাজী তারিফূজ্জামানের সভাপতিত্বে রাত ৯টা পর্যন্ত চলা ওই সভায় প্রধান অতিথি ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব কাজী মুকুল।

সভায় অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সহকারি সচিব কলামিস্ট সৈয়দ মাহবুবর রশিদ।

স্মরণ সভায় বক্তারা আবুল কালাম আজাদের সংগ্রামী জীবন আদর্শ সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। বক্তারা বলেন- মাগুরার নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেনাকে বিকশিত করতে আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধ বিরোধীদের যে কোন অপচেষ্টা প্রতিহত করতে তিনি সব সময় রাজপথে সক্রিয় থেকেছেন। বক্তারা আবুল কালাম আজাদের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। এর আগে ওইদিন বিকালে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আবুল কালাম আজাদের বাড়িতে তার স্ত্রী, পুত্র, কন্যা ও বৃদ্ধামাসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

গত ৮ মে রাত ১২টা ১৫ মিনিটে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মাগুরা সদর হাসপাতালে মারা যান।

পরে জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার শুরুতে মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মাগুরা পৌর শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান তুহিনকে সম্বর্ধনা দেয় সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় তারা তরুন নেতৃত্ব তুহিনের সাফল্যে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা জাসদের সাধারন সম্পাদক সমীর চক্রবর্তী, জাসদ নেতা মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংবাদিক শামীম খান, এটিএম আনিসুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আহমদ আলী, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সবুজ প্রমুখ।

সভায় অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজকে আহ্বায়ক, শামীম খানকে যুগ্ম আহবায়ক ও রূপক আইচকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় জানানো হয়। সভায় এ ৩মাসে জেলার সকল উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(ডিসি/এএস/মে ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test