E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৪ জন নাবিকসহ পিরোজপুরের ট্রলার নিখোঁজ

২০১৬ মে ২১ ১৭:৩২:৫০
১৪ জন নাবিকসহ পিরোজপুরের ট্রলার নিখোঁজ

অভিজিত রাহুল বেপারী : বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ১৪ জন নাবিকসহ পিরোজপুরের ট্রলার নিখোঁজ রয়েছে। পাড়েরহাট বন্দরের মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক মো. মোস্তফা আকন জানান, তার সমিতির সদস্য মনির গাজীর ট্রলার এফবি রিপাসহ আর ও ৩ টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল।

ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাত হানার পরপরই অন্য তিনটি ট্রলারের খোঁজ পাওয়া গেলেও এখন পর্যন্ত ওই ট্রলারটির কোন খোঁজ পাওয়া যায়নি। ট্রলারটিতে থাকা মাঝিসহ ১৪ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিরা হলো ট্রলার মালিক মনির গাজী, ইমান গাজী, আতিকুল, সহিদুল, রেজাউল, রিসান, রবিউল, বশির, আরিফুল , রিয়াজ, নিয়াজ, উজ্জল ও আদম। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ জানান, নিখোঁজ ট্রলারটির ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় উত্তর পূণর্বাসনের লক্ষে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল হতে ১ লক্ষ ১০ হাজার টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্ধ করা হয়েছে।

(এআরবি/এএস/মে ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test