E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯ বছর পর সিডর বিধ্বস্ত এলাকার মানুষের স্বস্তি

২০১৬ মে ২১ ১৯:০২:৫৫
৯ বছর পর সিডর বিধ্বস্ত এলাকার মানুষের স্বস্তি

বাগেরহাট প্রতিনিধি : সিডর ও আইলা বিধ্বস্ত বাগেরহাটে ৫২.১৫ কিলোমিটার দৈর্ঘ্যর সাইনবোর্ড- মোড়েলগঞ্জ- শরণখোলা-বগি আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয়েছে। দীর্ঘ ৯ বছর পর এই সড়কটি বর্তমান সরকারের সময়ে উন্নয়ন হওয়ায় জেলার কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা তিনটি উপজেলার প্রায় ৬ লাখ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বাগেরহাট থেকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস পর্যন্ত এই সড়কটি নির্মান হওয়ায় বর্তমানে পর্যটকদের সংখ্যা কয়েকগুন বেড়ে গেছে।

বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুজ্জামান বলেন, সাইবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে। ছোট খাট যে উন্নয়ন কাজ রয়েছে তা এমাসের মধ্যে শেষ হয়ে যাবে। ঐ সড়ক দিয়ে প্রায় তিন মাস পূর্ব থেকে সহজেই সকল প্রকার যান চলাচল করছে। প্রায় ৯০ কোটি টাকা ব্যায়ে আঞ্চলিক এই সড়কের বন্নিয়ন কাজ শেষ। দেড় কিলোমিটারের সার্ভেসিং কাজ সপ্তাহ খানেকের মধ্যে শেষ হবে। সাইবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে ৩০ টি কালভার্ট ও তিন বেইলি ব্রিজ ও প্যানাসাইনিংক এর ১৭শ ৮০ মিটার কাজ সম্পন্ন হয়েছে।

বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের বৃদ্ধ আব্দুল জব্বার বলেন, বাড়ি থেকে আমাদের বাগেরহাট যেতে প্রায় ১০ বছর অনেক কষ্ট করতে হয়েছে। বর্তমানে রাস্তাটির কাজ হওয়ায় আমরা সহজেই বাগেরহাটের অফিস আদালতে অল্প সময়ে যেতে পারছি। রাস্তার কাজ হওয়ায় আমরা খুশি।

সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের দোকান ব্যবসায়ী জালাল মোল্লা বলেন, ‘রাস্তার ভাল হওয়ায় মোরা খুব ভাল আছি। বহুদিন পর কিছু কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ চলছে দেখে ভালই গালছে। আমরা অবহেলিত ছিলাম। রাস্তার কাজ সবটুকু হলে আমরা শান্তি পাবো। এই রাস্তা দিয়ে সুন্দরবন দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছে। এখন আর বিড়ম্বনায় পড়তে হয় না।’।

বাসচালক আ. সালাম বলেন, ‘যেভাবে কাজ চলছে তাতে মনে কাজ দ্রুত শেষ হবে। আমরা দীর্ঘদিন ধরে এই সড়কে জীবনের ঝুকিঁ নিয়ে যানবাহন চালাতাম। এই সড়কের খানাখন্দের কারণে চোখের সামনে অনেক দূর্ঘটনা ঘটেছে । বর্তমানে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিতে হয়’।

ঘুর্নিঝড় সিডর ও আইলায় সড়কটি সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়। এই অঞ্চলের সাধারন মানুষের জনদূর্ভোগের কথা চিন্তা করে বর্তমান সরকার ২০১০ সালে এই আ্ঞ্চলিক মহাড়কের উন্নয়ন কাজের জন্য একনেকে প্রায় নব্বই কোটি টাকা বরাদ্দ দেয়। এরপর দ্রুতগতি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য তৎকালিন যোগাযোগ মন্ত্রী ও বর্তমান সড়ক ও সেতু মন্ত্রী ওয়াবদুল কাদের সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনের চার মাসের মধ্যে সাইনবোর্ড-সোলমবাড়িয়া পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কে দুইটি প্যাকেজের দরপত্র আহবানের মধ্যে এক অংশের নির্মান কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের খামখেয়ালীর করনে গত দুই বছর ধরে কাজ বন্ধ থাকে। আর এই সময়ে বাড়তে থাকে জনসাধারনের ভোগান্তি। সর্বশেষ ওই ঠিকাদারের কাজ বাতিল করা হয় এবং এক কোটি পঞ্চান্ন লাখ টাকা জরিমানা আদায় করে সড়ক ও জনপথ বিভাগ। পুনরায় দরপত্র আহবান করে এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

(একে/এএস/মে ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test