E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোয়ানুর প্রভাবে কাউখালীর পাঙ্গাশিয়া-জোলাগাতি  বেড়ীবাঁধে ভাঙন

২০১৬ মে ২৩ ২১:০১:০৮
রোয়ানুর প্রভাবে কাউখালীর পাঙ্গাশিয়া-জোলাগাতি  বেড়ীবাঁধে ভাঙন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :রোয়ানুর প্রভাবে পিরোজপুরের কাউখালীর পাঙ্গাশিয়া - ফলইবুনিয়া- জোলাগাতি প্রায় ০৭ কিলোমিটার বেড়ীবাঁধের বিভিন্ন স্থান থেকে ভেঙে গেছে। ফলে জোয়ারের পানি ঢুকে ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে যায় বাড়ীঘর।

সোমবার বিকালে খবর পেয়ে ওই এলাকায় গেলে দেখা যায় পাঙ্গাশিযা খালের মোহনায় দুই পাড়ের অনেক অংশ, ফলইবুনিয়া হাতেম আলী সিকদারের বাড়ী এলাকায় এবং সাপলেজা, জোলাগাতি এলাকায় বেশির ভাগ বাধ ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলইবুনিয়া এলাকার ইউপি সদস্য মাহমুদ হোসেন ভাঙন কবলিত এলাকা দেখিয়ে জানান বাঁধটি দীর্ঘ দিন ধরে ভাঙনের কবলে পতিত। স্থানীয় ভাবে কয়েকবার বিভিন্ন অংশে মেরামত করা হয়। রোয়ানুর প্রভাবে শনিবার অনেক স্থান থেকে বাধ ভেঙে গেছে ।

ফলইবুনিয়া এলাকার সাইদুল আলম জানান, ভেরি বাধের কারনে এলাকার মানুষ জলোচ্ছাস ও দুর্যোগের হাত থেকে রক্ষা পেত। সাপলেজা, জোলাগাতী, ভিটাবাড়ীয়ার এলাকার লোকজন এ্ই বেড়ীবাঁধ দিয়ে কাউখালী, পিরোজপুর বরিশাল যাতায়াতের মাধ্যম হিসেবেই ব্যবহার করত। ভেরিবাধটি বিধ্বস্ত হওয়ায় তারা বিপর্যস্ত। বাঁধটি ভেঙে যাওয়ায় এলাকার পাঁচ সহস্রাধিক মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে বিশেষ করে পাঙ্গাশিয়া বাজার নিযে ব্যবসায়ীরা দারুণ চিন্তিত। ওই বেড়ীবাঁধটি ১৯৮৮ সালে তৎকালীন সরকার নির্মান কর্ ে। ২০০৭ সালে একবার মেরামত করা হয়। এ ছাড়া স্থানীয়ভাবে কয়েকবার এলাকাবাসী স্বেচ্চাশ্রমের মেরামতের কাজ করে।



(ওএস/এস/মে২৩,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test