E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় সরকারের ধান ক্রয়ে খুশি কৃষক

২০১৬ মে ২৪ ১৫:১৬:০২
আগৈলঝাড়ায় সরকারের ধান ক্রয়ে খুশি কৃষক

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় সরকারী ঘোষণার পর কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ১৬ মে থেকে ধান ক্রয় শুরু হয়ে চলবে ৫ জুন পর্যন্ত।

সংশ্লিষ্ঠ সূত্র মতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ১৫১ মে. টন ধান ক্রয় করেছে খাদ্য গুদাম। সরকারী নীতিমালায় প্রতি কেজি ধান ২৩ টাকা দরে প্রতি মন ধান ৯২০ টাকায় ক্রয় করছে সরকার। উপজেলায় ১ হাজার ৬শ ৫৮ মে. টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শাহাদাত হোসেন।

সরাসরি চাষীদের কাছ থেকে ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগীদের বিলুপ্ত করতে উপজেলা প্রশাসন মনিটরিংয়ের জন্য ৫ সদস্যর একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বেবী হোম উপ-তত্বাবদায়ক আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার নন্দী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, মধ্যস্বত্বভোগী, ফড়িয়া, দালাল ও বেপারীদের মাধ্যমে ধান ক্রয়ে আগে কৃষকেরা আর্থিক ক্ষতির সন্মুখিন হতেন। এই ব্যবস্থা বিলুপ্ত করে কৃষকদের সরাসরি খাদ্যগুদামে ধান নিয়ে আসার আহ্বাণ জানান তিনি।
খাদ্য গুদামে দাম ভাল পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানের কৃষকরা ধান নিয়ে খাদ্যগুদামে বিক্রি করছে। উপজেলার রতœপুর ইউনিয়নের চাষি নিতাই বল্লভ, সরবাড়ির সুরেন হালদার, বাকালের রফিক মিয়া, মোল্লাপাড়ার মনোতোষসহ খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসা কৃষকদের সাথে কথা বললে তারা জানান, সরকারের ধান ক্রয়ের এই সিদ্ধান্ত চলমান থাকলে কৃষকেরা ধান বিক্রিতে লাভবান হবেন।


(টিবি/এস/মে ২৪,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test