E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে চলন্ত ট্রেন থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর পলায়ন

২০১৬ মে ২৪ ১৫:২৮:১৩
ত্রিশালে চলন্ত ট্রেন থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর পলায়ন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা থেকে ময়মনসিংহ গামী কমিউটার ট্রেন থেকে লাফিয়ে সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ ওরফে ফারুক (৪০) গতকাল রাতে ত্রিশাল উপজেলার মধ্যবালিপাড়া জামতলা নামক স্থানে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়েছে। এসময় আসামী ঢান্ডা বেড়ী অবস্থায় ছিল।

দায়িত্বরত পুলিশ সদস্যদের শৌচাগারের কথা বলে চলন্ত ট্রেন থেকে দরজা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়।

জানা যায় আসামী খোরশেদ ওরফে ফারুক (৪০) ঢাকা জিআরপি মামলা নং ১৫৫/২০০৪ ট্রেন ডাকাতি ও যাত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী।

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর শেখ নাছিম হাবিব জানান ২০০৪ সালে ট্রেনে ডাকাতি করার সময় ট্রেনে থাকা লন্ডন প্রবাসী যাত্রীকে হত্যা করে এবং মালামাল লুট করে। এ ঘটনায় ঢাকা এডিশনাল জেলা জজ আদালতে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।

এ ছাড়াও আসামী খোরশেদ (৪০) গফরগাও উপজেলার পাগলা থানার কাজলকে ২০১৫ সালে ৪ঠা এপ্রিলে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নে ধান ক্ষেতে হত্যা করে। এ ঘটনায় কাজলসহ কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

এ মামলার তদন্তকারী অফিসার শহিদুর ইসলাম জানান ত্রিশাল থানার কাজল হত্যা মামলাটি তদন্তাধীন ও এ হত্যার সাথে খোরশেদের জড়িত থাকা প্রমান পাওয়া গেছে তবে মামলাটি চার্জশিট হয়নি। আসামী খোরশেদের ঠিকানায় ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। এছাড়াও তার অন্য ঠিকানায় গফরগাও উপজেলার পাগলা থানার মাখনকালদাইড় গ্রামের নাম উল্লেখ করা। এদিকে হত্যা মামলার দুর্ধর্ষ আসামি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

অন্য দুই সদস্য হলেন গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। কমিটিকে মঙ্গলবারের ২৪ মে মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান জানান, গতকাল রাতে একটি মামলায় হাজিরা দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহে নিয়ে আসার পথে ট্রেন থেকে আসামী পালানোর ঘটনা ঘটে। আমরা অভিযানের মাধ্যমে আসামী গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি।

(এমআরএন/এএস/মে ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test