E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'নজরুল মুক্ত ও স্বাধীনতাকামী ক্ষণজন্মা বিপ্লবী পুরুষ'

২০১৬ মে ২৭ ১৪:৪৮:৩৫
'নজরুল মুক্ত ও স্বাধীনতাকামী ক্ষণজন্মা বিপ্লবী পুরুষ'

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এমপি বলেছেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। তাকে বছরে একবার মনে না করে সারা বছর মনে রাখতে হবে। তিনি বলেন, নজরুল গরীবের দু:খ বুঝতেন। তিনি সর্বদাই মানবজাতির কল্যান কামনা করেছেন। তিনি পরাধীন ভারতকে স্বাধীন করতে চেয়েছেন। তিনি ছিলেন মুক্ত ও স্বাধীনতাকামী ক্ষনজন্মা বিপ্লবী পুরুষ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আজ শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ডিআইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেযারম্যান লুৎফুন্নাহার বিউটি। অনুষ্ঠানে নজরুল স্বারক বক্তা ছিলেন জন প্রশাসন মন্ত্রীর একান্ত সচিব এএফএম হায়াতুল্লাহ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


(এমআরএন/এস/মে২৭,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test