E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ঘূর্ণিঝড় রোয়ানোয় এলজিইডি’র প্রায় দুই’শ কোটি টাকার ক্ষয়ক্ষতি

২০১৬ মে ২৭ ১৭:১৬:২৭
বরিশালে ঘূর্ণিঝড় রোয়ানোয় এলজিইডি’র প্রায় দুই’শ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় রোয়ানের প্রভাবে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গ্রামীণ জনপদের সড়ক, ব্রিজ ও ভবন মেরামত বা পূর্ণবাসনে প্রাথমিকভাবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ শ ৯৬ কোটি ৬২ লাখ টাকা। তবে এটি একটি প্রাথমিক প্রতিবেদন। আরও কয়েকদিন পর নিন্মাঞ্চলের পানি নেমে যাওয়ার পর ক্ষতির পরিমান আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

বরিশাল বিভাগীয় অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, এসব ক্ষয়ক্ষতির মধ্যে শুধু স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)’র ৩৫১.৪৮ কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। যা মেরামত বা পূর্ণবাসনে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৯৭ লাখ টাকা।

এছাড়া বিভাগের ৫৯টি ব্রিজ ও ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বিভাগের ছয়টি জেলা থেকে এ সংক্রান্ত একটি প্রাথমিক প্রতিবেদন ইতোমধ্যে ঢাকার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনের হিসেবে পটুয়াখালী জেলায় ১৩৬.৪৪ কিলোমিটার রাস্তা, চারটি ব্রিজ, বরগুনা জেলায় ৪১.৮৬ কিলোমিটার রাস্তা, ৪৮টি ব্রিজ, বরিশাল জেলায় ১৭.০৪ কিলোমিটার রাস্তা, তিনটি ভবন, ভোলায় ১১৩ কিলোমিটার রাস্তা, একটি ব্রিজ ও চারটি ভবন, পিরোজপুরে ২২ কিলোমিটার রাস্তা, দুটি ব্রিজ, ঝালকাঠি জেলায় ২১.১২ কিলোমিটার রাস্তা ও চারটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

(টিবি/এএস/মে ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test