E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন

২০১৬ মে ২৯ ১৪:৩৩:৪১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রায় ৩৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি স্কুলভবন ও রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ হারুনর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সিএইচটিআরডিপি’র পরিচালক সুশংকর আর্চায্য, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়েত মোঃ শাহিদুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা ্আওয়ামীলীগের নেতা মোঃ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের যুগ্নআহবায়ক তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।

নাইক্ষ্যংছড়ি এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী কমল কান্তি পাল জানান, ৩৭ কোটি টাকার প্রকল্প কাজের মধ্যে নাইক্ষ্যংছড়ি-তুমব্রু সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সোনাইছড়ি ইউপিভবন উদ্বোধন, জারুলিয়াছড়ি সরকারী প্রাঃ বিঃ ভবন উদ্বোধন।
উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ জানান, ৪০ লক্ষ টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি সড়ক হতে ক্যকরোপ পাড়া পর্যন্ত সড়কের উদ্বোধন।

পরে সোনাইছড়ি হাইস্কুল মাঠে এক জনসেবায় যোগদেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। তাই দেশের আনাচে-কানাচে উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে সরকার শিক্ষাকে বেশী অগ্রাধিকার দিয়ে নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। যাতে দেশের প্রতিটি শিশু সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। একই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। বান্দরবানের সাথে প্রতিটি উপজেলার কানেকটিং সড়ক করা হয়েছে। যার সুফল এলাকার মানুষ ভোগ করছে। এখন আর আগের মতো কম দামে বাগানের ফল-মুল বিক্রি করতে হয় না। কৃষকরা সরাসরি বাজারে নিয়ে ন্যয্যমুল্যে তার পন্য বিক্রি করতে পারছে। সরকার উন্নয়ন করে যাচ্ছে। এ জেলার মানুষের ভাগ্য বদলে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নাই। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে তিনি সকলকে সরকারের উন্নয়ন মুলক কাজের সহযোগিতা করার আহবান জানান।




(এএফবি/এস/মে২৯,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test